শিরোনাম
১৪ অক্টোবর, ২০১৭ ২৩:৩২

রোহিঙ্গাদের জোর করে বাংলাদেশে পাঠানোর চেষ্টায় বিএসএফ

অনলাইন ডেস্ক

রোহিঙ্গাদের জোর করে বাংলাদেশে পাঠানোর চেষ্টায় বিএসএফ

ফাইল ছবি

জোর করে রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

যশোর জেলার পুটখালী সীমান্তের ওপারে ভারতের আংরাইল সীমান্ত দিয়ে অর্ধশতাধিক রোহিঙ্গাকে জোর করে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে তারা। 
 
জানা গেছে, শনিবার সন্ধ্যার পর তাদের ইছামতি নদীর তীরে ওই সীমান্তে একত্রিত করা হয়েছে। যে কোন সময় তাদের বাংলাদেশে পাঠাতে পারে। 

এদিকে বিএসএফ যাতে জোর করে রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠাতে না পারে সেজন্য সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। 

পুটখালী ক্যাম্পের বিজিবির কমান্ডার তারিকুল হাকিম জানান, ভারতের আংরাইল সীমান্তে ইছামতি নদীর তীরে অর্ধশতাধিক রোহিঙ্গাকে একত্রিত করা হয়েছে। তাদের মারধর করে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে বিএসএফ। রোহিঙ্গাদের যাতে বাংলাদেশে পাঠাতে না পারে সেজন্য পুটখালী ক্যাম্পের বিজিবি সদস্যরা ইছামতি নদীর তীরে সতর্ক অবস্থায় রয়েছে।

বিডিপ্রতিদিন/ ১৪ অক্টোবর, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর