শিরোনাম
১৫ অক্টোবর, ২০১৭ ১২:১০

পিতৃমাতৃহীন রোহিঙ্গা শিশুদের কানাডায় আশ্রয় দেওয়ার প্রস্তাব

অনলাইন ডেস্ক

পিতৃমাতৃহীন রোহিঙ্গা শিশুদের কানাডায় আশ্রয় দেওয়ার প্রস্তাব

মিয়ানমার থেকে নির্যাতনের মুখে পালিয়ে আসা পিতৃমাতৃহীন বিপুল সংখ্যক শিশুদের বিশেষ ব্যবস্থায় কানাডায় নিয়ে আসার প্রস্তাব নিয়ে সরকারের নীতিনির্ধারকদের সাথে দেনদরবার করতে রাজি হয়েছেন বাংলাদেশ কানাডা পার্লামেন্টারী ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান ন্যাথানিয়াল আরস্কিন স্মিথ।

টরন্টোর বাংলা পত্রিকা নতুনদেশ এর প্রধান সম্পাদক ও প্রকাশক শওগাত আলী সাগর এর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ন্যাথানিয়াল আরস্কিন স্মিথ তাঁর সম্মতির কথা  জানান।
গত বৃহস্পতিবার রোহিঙ্গা এসোসিয়েশন অব কানাডার প্রেসিডেন্ট আনোয়ার আরকানীর সাথে বৈঠকে  নতুনদেশ সম্পাদক শওগাত আলী সাগর বলেন, কানাডা যেভাবে সিরিয়ান রিফিউজিদের কানাডায় নিয়ে এসেছে সেভাবে রোহিঙ্গা রিফিউজিদের নিয়ে আসাটা জটিল। কিন্তু রোহিঙ্গাদের সাথে যে বিপুল সংখ্যক পিতৃমাতৃহীন শিশু বাংলাদেশে ঢুকে পড়েছে- তাদের ব্যাপারে কানাডা বিশেষ প্রকল্প হাতে নিতে পারে। তাদের কিছুও যদি কানাডা নিয়ে আসতে পারে, তাহলে মানবিকতার পক্ষে একটি উজ্জল দৃষ্টান্ত স্থাপিত হতে পারে।

এই প্রস্তাবকে সমর্থন জানিয়ে ব্যবসায়ী কফিল উদ্দিন পারভেজ বলেন, আশ্রয়কেন্দ্রে এই শিশুরা অমানবিক পরিবেশের মধ্যে পড়েছে। অসহায় এই শিশুদের প্রতি আলাদা নজর দেওয়া সভ্যরাষ্ট্র হিসবে কানাডার দায়িত্ব।

ন্যাথানিয়াল আরস্কিন স্মিথ বলেন, রোহিঙ্গা শিশুদের জন্য বিশেষ প্রকল্পের প্রস্তাবটি অত্যন্ত যুক্তিসঙ্গত এবং এটি নিয়ে কাজ করা যাবে।

সূত্র: নতুনদেশ ডটকম

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর