২৩ অক্টোবর, ২০১৭ ১৯:০৯

রোহিঙ্গাদের সহায়তায় আরও ৩০ মিলিয়ন ডলার দিবে ইইউ

অনলাইন ডেস্ক

রোহিঙ্গাদের সহায়তায় আরও ৩০ মিলিয়ন ডলার দিবে ইইউ

আরাকানে সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আরও ৩০ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। 

সুইজারল্যান্ডের জেনেভায় সোমবার রোহিঙ্গাদের সহায়তা তহবিল গঠনের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক প্রতিশ্রুতি সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

এর আগে জাতিসংঘের তিনটি মানবিক সহায়তা বিষয়ক সংস্থা, ইউরোপীয় ইউনিয়ন এবং কুয়েতের উদ্যোগে প্রতিশ্রুতি সম্মেলনে বসে আন্তর্জাতিক সম্প্রদায়। সম্মেলনে ইইউ’র পক্ষে এই সহযোগিতা দেয়ার ঘোষণা দেন মানবিক ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিশনার ক্রিসটস স্টিলিয়াজিডেজ।

ইইউ এ পর্যন্ত রোহিঙ্গাদের জন্য প্রায় ২৫ মিলিয়ন ডলার সহযোগিতা দিয়েছে। এ ঘোষণায় ইইউ’র সহযোগিতা ৫৫ মিলিয়নে দাঁড়াবে।

ক্রিসটস জানান, রোহিঙ্গারা বিশ্বের অন্য মানুষের মতোই। তাদের ভবিষ্যৎ প্রয়োজন। এসব মানুষকে আশাবাদী করে তোলা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের মানবিক সহযোগিতা রোহিঙ্গাদের পানি, পয়নিষ্কাশন, খাবার, স্বাস্থ্যসেবা, সুরক্ষা ও শিক্ষার কাজ লাগবে।

এছাড়া আগামী সপ্তাহে ক্রিসটস বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসবেন বলে জানিয়েছে ইইউ। আর জাতিসংঘ জানিয়েছে, প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য ৪৩৪ মিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা প্রয়োজন।

বিডিপ্রতিদিন/ ২৩ অক্টোবর, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর