২৫ অক্টোবর, ২০১৭ ১০:৩৯

জর্ডানের রানির ফেসবুক-টুইটারে রোহিঙ্গাদের দুর্দশার চিত্র

অনলাইন ডেস্ক

জর্ডানের রানির ফেসবুক-টুইটারে রোহিঙ্গাদের দুর্দশার চিত্র

নির্যাতনের মুখে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা দেখতে গত সোমবার বাংলাদেশে আসেন জর্ডানের রানি রানিয়া আল আবদুল্লাহ। এসেই চলে যান কক্সবাজার জেলার উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পে। সেখানে গিয়ে রোহিঙ্গাদের কাছ থেকে শুনেছেন তাদের উপর চলা মিয়ানমার সেনাবাহিনীর বর্বরতার কথা। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার, ফেসবুক, ইন্সটাগ্রাম ও ওয়েবসাইটে তুলে ধরেছেন সেই সব দুর্দশার কথা।

রানি রানিয়া আল আবদুল্লাহ টুইটারে লিখেছেন, ''পালিয়ে এসে কুতুপালং ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের হাহাকার ও দুর্দশার কথা আমি শুনেছি এবং তাদের দুর্ভোগ আমি দেখেছি।''

ফেসবুকে লিখেছেন, ''গত প্রায় দুই মাস ধরে প্রায় ৬ লাখ রোহিঙ্গা মুসলমান মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বহু বছর ধরে মিয়ানমারের রোহিঙ্গারা বৈষম্য, অবিচার ও নিপীড়নের শিকার। দুর্ভাগ্যক্রমে, বিশ্ববাসীর চোখের সামনেই এই ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীকে পদ্ধতিগতভাবে নিপীড়ন করা হচ্ছে।''

''একটি প্রশ্ন রয়েছে, কেন এই ট্রাজিডিকে অবহেলা করা হচ্ছে? মুসলামাদের বিরুদ্ধে তাদের সংশয় এবং কুসংস্কার এতই বদ্ধমূল যে, নিষ্পাপ রোহিঙ্গাদের এমন দৃশ্যে দেখেও তাদের দুর্দশার স্বীকৃতির জন্য বিশ্ব আর সক্ষম হচ্ছে না?''

রানি রানিয়া বলেন, ''জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই রোহিঙ্গাদের এই দুরবস্থার অবসান এবং তাদের অধিকার রক্ষা করতে হবে না''

এছাড়া ইন্সটাগ্রাম ও ওয়েবসাইটে রোহিঙ্গাদের দুর্দশার কথা তুলে ধরেছেন রানি রানিয়া আল আবদুল্লাহ।

বিডি-প্রতিদিন/২৫ অক্টোবর, ২০১৭/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর