২৭ অক্টোবর, ২০১৭ ১০:৫৮

মিয়ানমার সেনা প্রধানকে টিলারসনের টেলিফোন

অনলাইন ডেস্ক

মিয়ানমার সেনা প্রধানকে টিলারসনের টেলিফোন

ফাইল ছবি

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন রাখাইন রাজ্যের সহিংসতা বন্ধে সহযোগিতা করতে বৃহস্পতিবার মিয়ানমারের সেনা প্রধানের প্রতি আহ্বান জানিয়েছেন। সেখানে ব্যাপক সহিংসতার কারণে লাখ লাখ রোহিঙ্গা মুসলিম দেশ ছেড়ে পালিয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিদার নয়ের্ট এক বিবৃতিতে বলেন, মিয়ানমারের সেনা প্রধান মিন অং হ্লাইয়াংকে টেলিফোন করে টিলারসন ‘রাখাইন রাজ্যে চলা মানবিক সংকট এবং নৃশংসতার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।’

তিনি আরও বলেন, ‘মন্ত্রী রাখাইন রাজ্যে সহিংসতা বন্ধে সরকারকে সহযোগিতা এবং এই সংকটে বাস্তুচ্যুত লাখ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিরাপদে দেশে ফেরার সুযোগ করে দিতে বার্মার নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে।’

বিডি প্রতিদিন/২৭ অক্টোবর ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর