২৯ অক্টোবর, ২০১৭ ১৬:০০
সাংবাদিকদের ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

রোহিঙ্গাদের ওপর নজরদারি বাড়াতে কুতুপালংয়ে ৫ পুলিশ ক্যাম্প

অনলাইন ডেস্ক

রোহিঙ্গাদের ওপর নজরদারি বাড়াতে কুতুপালংয়ে ৫ পুলিশ ক্যাম্প

রোহিঙ্গা শরণার্থীদের ওপর নজরদারি বাড়ানোর জন্য কক্সবাজারের কুতুপালং আশ্রয় শিবিরে ৫টি পুলিশ ক্যাম্প স্থাপনের নির্দেশ দিয়েছে সরকার।

রবিবার সচিবালয়ে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় পুলিশকে এ নির্দেশ দেওয়া হয় বলে সভা শেষে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। 

সাংবাদিকদের তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর আরও তীক্ষ্ণ নজর রাখার জন্য (কুতুপালংয়ে) পাঁচটি পুলিশ ক্যাম্প স্থাপনের পরামর্শ দিয়েছি। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বৃদ্ধি করতে অনুরোধ করেছি।

এর আগে, কক্সবাজারের রামুতে রোহিঙ্গা যুবকের দায়ের কোপে আব্দুল জব্বার (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়। শুক্রবার গভীর রাতে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে এ ঘটনার পর সরকারের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হলো।

বিডি-প্রতিদিন/২৯ অক্টোবর, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর