২৯ অক্টোবর, ২০১৭ ২১:১৮

ফের নাফ নদী সাঁতরিয়ে বাংলাদেশে ৪ রোহিঙ্গা যুবক

আব্দুস সালাম, টেকনাফ (কক্সবাজার)

ফের নাফ নদী সাঁতরিয়ে বাংলাদেশে ৪ রোহিঙ্গা যুবক

মিয়ানমার রাখাইন রাজ্য থেকে এখনও রোহিঙ্গাদের অনুপ্রবেশ বন্ধ হয়নি। রবিবার বিকালেও নাফ নদী সাঁতরিয়ে রাখাইনের বুচিদং হমমুড়া এলাকার ৪ রোহিঙ্গা যুবক বাংলাদেশে প্রবেশ করে। শাহপরীর দ্বীপ জেটি ঘাট থেকে তাদের উদ্ধার করে বিজিবি। 

উদ্ধারকৃত হলেন বুচিদং হমমুড়া এলাকার সুলতানের ছেলে মো. আযুব (২২), একই এলাকার  আবুল হোছনের ছেলে মো. সাবের (২০), আবু তাহেরের ছেলে নুরুল আমিন (২১), ইমাম হোছনের মো. সাদেক (১৯)।

এর আগে, শনিবার সাঁতার কেটে এসেছিল ৪ যুবক। ১১ অক্টোবর সাঁতার কেটে এসেছিল ১১ যুবক। সাঁতরিয়ে আসা ওই যুবকদের সাথে কথা বলে জানা যায়, প্রায় দুই শতাধিক পরিবার সেদেশের সেনা ও মগদের নির্যাতনের হাত থেকে প্রাণ রক্ষার্থে বাংলাদেশ পালিয়ে আসার লক্ষ্যে ওপারের ঢংখালী সীমান্তে জড়ো হয়। সেখানে প্রায় দেড়মাস অপেক্ষার পর তারা ৪ জন সাঁতরিয়ে রবিবার বাংলাদেশে এসে পৌঁছায়। 

বিডি-প্রতিদিন/২৯ অক্টোবর, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর