সোমবার, ২৯ জুলাই, ২০১৩ ০০:০০ টা

এডিসন রঙ্গ

বিজ্ঞানী টমাস আলভা এডিসন একবার তার নাম ভুলে গিয়েছিলেন। ট্যাঙ্ জমা দেওয়ার জন্য ট্যাঙ্ অফিসে গিয়ে তিনি কিছুতেই তার নাম মনে করতে পারছিলেন না। এমন সময় তার এক পড়শি তাকে দেখে বলেন। আরে টমাস আলভা এডিসন না। তখন তার নিজের নাম মনে পড়ে!

দুই

বিজ্ঞানী টমাস আলভা এডিসন অনেক আগে একটি হেলিকপ্টার বানানোর বুদ্ধি করেছিলেন যেটা চলবে বন্দুকের বারুদ দিয়ে। কিন্তু তার এই বুদ্ধিটা খুব একটা বুদ্ধিমানের মতো ছিল না কারণ এটা বানাতে গিয়ে তিনি তার পুরো ল্যাবরেটরি উড়িয়ে দিয়েছিলেন!

তিন

লাইট বাল্বের আবিষ্কারক টমাস আলভা এডিসন অন্ধকারকে ভয় পেতেন। এডিসন সম্পর্কিত আরও মজার একটা তথ্য আছে সেটা হলো, ১৯৪১ সালে যখন তিনি মারা যান তখন তার শেষ নিঃশ্বাস একটি বোতলে ভরা হয়েছিল। এই কাজটি যিনি করেছিলেন তিনি হলেন ফোর্ড মোটর কোম্পানির মালিক হেনরি ফোর্ড।

সর্বশেষ খবর