শিরোনাম
সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

অবরোধেও রাস্তায় বেরুবেন যেভাবে

অবরোধের পর অবরোধ চলছে। অবরোধের সময়সীমাও যেন শেষ হইয়াও শেষ হইল না, তার মানে শেষ সময়েও চুইংগামের মতো টানিয়া লম্বা করা হচ্ছে অবরোধকে। তাই অবরোধেও রাস্তায় বের হওয়ার কিছু সূক্ষ্ম কৌশল খুঁজে দেখাতেই এই আয়োজন

অবরোধেও রাস্তায় বেরুবেন যেভাবে

মেকআপ নিন

 

গাঢ় করে পাগলের মেকআপ নিতে পারেন। কারণ তাকে দেখে রাস্তায় কেউ কিছু বলতে সাহস পায় না। আর তাই অবরোধ চলাকালে যদি রাস্তায় বের হতে চান, তাহলে পাগলের মেকাপ নিতে পারেন। কাজে লাগলেও লাগতে পারে।

 

অগ্নিনিরোধক জ্যাকেট পরুন

বাইরে আগুনের ভয় থাকলে সহজ হিসাব। রাস্তায় বের হতে হলে আপনাকে অবশ্যই অগ্নিনিরোধক

জ্যাকেট পরতে হবে। একদিকে শীতও আটকানো হলো, আগুনের হাত থেকেও বাঁচলেন।

 

এক বান্ডেল পেপার হাতে বের হোন

আচ্ছা ঘরে যদি পুরনো বেশ কিছু পেপার থাকে, তাহলে সেগুলো নিয়ে বেরিয়ে পড়ুন। আর

বলতে থাকুন এই পেপার, পেপার, পুরনো পেপার। তখনপিকেটাররা আপনাকে পত্রিকার হকার

মনে করে আপনার কিছু নাও করতে পারে! তাই আপনার কাজ শেষ করার আগ পর্যন্ত এটাও ট্রাই

করতে পারেন।

 

'আমি নিরীহ' লেখা প্লাকার্ড রাখুন

নিজেকে সবসময় বড় নিরীহ, অসহায়বলে মনে হয়? আর তাই যদি রাস্তায় বের হয়ে 'আমি নিরীহ' লেখা প্লাকার্ড

সঙ্গে রাখুন। তবে হয়তো কেউ দয়া করলেও করতে পারে।

 

 

সর্বশেষ খবর