শিরোনাম
সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা
একটি আজাইরা গবেষণা

বন্ধু তুমি শত্রু তুমি

বন্ধু তুমি শত্রু তুমি

বন্ধুত্ব, সম্পর্কের মধ্যে অন্যতম মিষ্টি সম্পর্কের একটি। কিন্তু সুযোগ বুঝে ভোল পাল্টে ফেলা বন্ধুদের নিয়ে রসিকতাও সহ্য হয় না। এটাই স্বাভাবিক কারণ বন্ধু যদি শত্রুর কাতারে নাম লিখিয়ে ফেলে তখন বন্ধুকে বন্ধু মনে করার জন্য সবার আগে নিজেকে বোকা মনে হয়। শত্রুকে বন্ধু বানানোর আগে বন্ধুকে শত্রু হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য সতর্ক থাকতে হয়। আপনার বন্ধু যে প্রকৃত বন্ধু সেটা যাচাই করার জন্য ভাল্লুকের খপ্পরে পড়া সেই গল্পের দুই বন্ধুর দৃষ্টান্তের দিকেই এগোতে হবে। অর্থাৎ নিজের বিপদে বন্ধুর কার্যক্রম যাচাই করতে হবে। আপনার বিপদে যদি বন্ধু সাহায্যের জন্য এগিয়ে আসে তাহলে তো বন্ধু হিসেবে সে উতরে গেল। কিন্তু তা না করে যদি আপনার বিপদে দূরে দাঁড়িয়ে মজা দেখে তাহলে বুঝতে হবে আপনি ভুল বন্ধুর পাল্লায় পড়েছেন। এটা তো বন্ধুকে চেনার সহজ উপায়। এছ াড়াও আরও অনেক আধুনিক উপায় রয়েছে। এ জন্য বিখ্যাত উপায়ের একটি হলো বন্ধুর কাছে টাকা ধার চাওয়া। আধুনিকতার তো শেষ নেই, তাই এর চেয়েও আধুনিক পদ্ধতি আছে। বন্ধুর কাছে টাকা ধার নিয়ে ফেরত দেওয়ার সময় ধানাই-পানাই করা। কত অল্প ধানাই-পানাই করে ঘোরাঘুরি শেষে ধারের টাকা ফেরত পাচ্ছেন সেটা থেকে বুঝে নিতে হবে বন্ধুটি আসল না নকল। নকলের যখন এত ছড়াছড়ি তখন আসল বন্ধু পাওয়া ভাগ্যের বিষয় সেটা মানতেই হবে। আধুনিকতা বাড়তে থাকায় এখন বন্ধু চেনার উপায়গুলো ধীরে ধীরে অকার্যকর হয়ে পড়ছে। প্রমাণ খুঁজতে কেউ টেলিভিশনের ব্রেকিং নিউজগুলোতে চোখ বুলাতে গিয়ে হতাশ হয়ে নজর দিচ্ছেন পত্রিকার লাল, নীল এবং কালো কালির শিরোনামগুলোতে। বারবার, একেকদিন একেক খবর আসছে। আকেটু আগে যিনি মিষ্টি কথা বলছেন বেলা পেরোতেই তিনি কথা পাল্টে ফেলেছেন। বন্ধু ভেবে যার মিষ্টি কথায় এতক্ষণ খুশিতে গদগদ হয়েছিলেন আজকে তার কথাতেই বেজার হয়ে বসে থাকতে হচ্ছে। তবে পল্টিবাজের নির্দিষ্ট কোনো কর্মকাণ্ডে যেমন আশা করাও ঠিক তেমনি নিরাশাও সমীচীন নয়। আশা-নিরাশার দোলাচল আছে বলেই জীবনটা বিরক্তির নয়। তবে এটা ঠিক বন্ধুকে নিয়ে সংশয়ে থাকা একটা বড় সমস্যা। গাছে তুলে দিয়ে বন্ধু যদি মই নিয়ে ভেগে যায় এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে। তবু শুধু মই নিয়ে ভেগে গেলেও মেনে নেওয়া যেত এখন যা অবস্থা দেখা যাচ্ছে তাতে, গাছে তুলে দিয়ে বন্ধু মই নিয়ে ভেগে গিয়েই ক্ষ্যান্ত হয়নি ভাল্লুককে ডেকে এনে আপনাকে দেখিয়ে দিচ্ছে- 'ওই যে, গাছের আগায় বসে আছে।' এসব সংকটজনক পরিস্থিতি বিবেচনায় দেখা যায়, বন্ধু তিন প্রকার। এক, প্রকৃত বন্ধু যে বিপদে সাহায্যের হাত বাড়ায়। দুই, সুবিধাবাদী বন্ধু যে নিজের স্বার্থ থাকলে আপদে-বিপদে সাহায্যের হাত বাড়ায়। তিন, নকল বন্ধু যে বিপদ ডেকে এনে আপনার ঘাড়ে ফেলে এবং তারপর মজা দেখে। ব্রেকিং নিউজগুলো দেখে, বন্ধুটি কোনো প্রকার মিলিয়ে নিতে পারেন।

 

 

সর্বশেষ খবর