সোমবার, ১৯ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

আধুনিক জীবনের লক্ষ্য

আলিম আল রাজি

আধুনিক জীবনের লক্ষ্য

ফেসবুক এসে গেছে দৈনন্দিন জীবনে। পড়াশোনা বাদ দিয়ে যারা সারাদিন ফেসবুকে থাকে তাদের মগজে কী ঘুরছে তা টের পাওয়ার জন্য দেখা যাক ভবিষ্যতে পরীক্ষার খাতায় রচনা 'আমার জীবনের লক্ষ্য' নিয়ে কী লেখা হতে পারে

 

১২ নং প্রশ্নের উত্তর (ক)

ভূমিকা :

মানব জীবনে একটি লক্ষ্য থাকা খুবই জরুরি। কবি বলেছেন, লক্ষ্য ছাড়া জীবন এবং বৈঠা ছাড়া মাঝি একই কথা। এ জন্য আমি আমার জীবনের লক্ষ্য ঠিক করে রেখেছি।

লক্ষ্য :

আমি বড় হয়ে নিজেকে আর্তমানবতার সেবায় উৎসর্গ করতে চাই। আমাদের দেশের মানুষের জন্য কাজ করতে চাই। এ জন্য আমার জীবনের লক্ষ্য হলো- আমি বড় হয়ে একজন ফেসবুক সেলিব্রেটির ফ্রেন্ডলিস্টে ঢুকে পড়ব।

আমার করণীয় :

আমি জানি, লক্ষ্যে পৌঁছানো এত সহজ নয়। এ জন্য দরকার কঠোর পরিশ্রম। আমি সেলিব্রেটির ইনবক্স, ফটো, স্ট্যাটাসসহ সব জায়গায় এড মি লিখে মেসেজ পাঠাব। হাতে পায়ে ধরব। তারপর ফ্রেন্ডলিস্টে ঢুকে যাব।

যেভাবে লক্ষ্য পূরণ হবে :

সেলিব্রেটিরা দেশ জাতি সমাজ অর্থনীতি নিয়ে চিন্তা করবেন। চিন্তা করে স্ট্যাটাস দেবেন ইভেন্ট খুলবেন পেইজ বানাবেন। আমি সেগুলোতে লাইক দেব। শেয়ার দেব। সেলিব্রেটি আপু অথবা ভাইকে স্যালুট জানিয়ে কমেন্টও দেবো। এতে দেশ ধীরে ধীরে প্রচুর এগিয়ে যাবে।

উপসংহার :

আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি জন্য আমার লক্ষ্যে পৌঁছাতে পারি।

 

সর্বশেষ খবর