সোমবার, ২৭ জুলাই, ২০১৫ ০০:০০ টা

সুটকেসের আত্মকাহিনী

রাফিউজ্জামান সিফাত

সুটকেসের আত্মকাহিনী

আমরা সুটকেস। আমরা বড্ড এডভেঞ্চার প্রিয়। দেশ-বিদেশ ঘুরে বেড়াতে আমাদের ভালো লাগে। তাই আমাদের অভিজ্ঞতার ভাণ্ডারও অসীম। আমাদের ওঠাবসা মানব প্রজাতির সঙ্গে। ওরা আমাদের ওপর নির্ভরশীল। আমরাও ওদের যথাসম্ভব সাহায্য-সহযোগিতা করি। কারণ আমরা জানি, একসঙ্গে চলতে গেলে একে অন্যের ওপর নির্ভর করতে হয়।

আমাদের ভিতরটা আমরা সাজাই মানুষের জামা-কাপড় এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীতে। আমাদের তেমন কোনো বিশেষ চাহিদা নেই। যে আমাদের যেভাবে সাজাতে চায় আমরা সেভাবেই সাজি। তবে অনেক মানুষ আছে যারা সাইজ না বুঝেই রাজ্যের সব কিছু আমাদের ভিতর ভরে ফেলতে চায়। অতিরিক্ত জামা-কাপড়ে আমাদের ভিতরটা তখন খুব হাঁস-ফাঁস হয়। আমরা মুখ খোলা রেখে একটু আলো বাতাস খেতে চাই, কিন্তু মানুষ আমাদের মুখ খোলা রেখে বাতাস খেতে দেয় না। তারা চাপ দিয়ে, চেপে, কুস্তি লড়ে আমাদের পেটে সব কাপড় ঠেসেঠুসে মুখ লাগিয়ে দেয়। তখন আমাদের পেটের সাইজ ইয়া বড় ভুঁড়ি বের হয়ে যায়। অন্যান্য স্লিম ফিগারের সুটকেস বন্ধুরা ভুঁড়িওয়ালা সুটকেস দেখে খুব হাসাহাসি করে। আমরা প্রতিবাদ করি না। কারণ মানুষের উপকারেই আমাদের শান্তি।

অথচ এই আলাভোলা আমাদের নিয়েও কিন্তু অনেক দুষ্ট কাজ করানো হয়। এইতো সেদিন এয়ারপোর্টে আমাদের এক সহকর্মীকে আটক করা হয়। তার পেটে নাকি বেআইনি স্বর্ণের বিস্কুট খাওয়া গেছে। অথচ এতে সেই সুটকেস বন্ধুর কোনো দোষ ছিল না। দুষ্ট লোকেরা তার ভিতরে কৌশলে ভরে দিয়েছিল। অথচ দেখুন, শাস্তি পেতে হলো বেচারা সুটকেসকে। শুধু তাই নয়, অনেকে কাপড় ভরার পাশাপাশি আমাদের ওপর চড়ে বসে থাকে। সেদিন ঈদের সময় ট্রেনে সিট না পেয়ে এক পিচ্চি দিব্যি আমার ওপর পাক্কা চার ঘণ্টা বসে ভ্রমণ করে দিল। আপনারাই বলুন, সুটকেস হয়েছি বলে কি আমাদের ব্যথা লাগে না! আমাদেরও ব্যথা লাগে। বেশি ব্যথা পেলে ভিতরে শরীর বসে যায়। যত্নের অভাব হলে আমাদের ত্বক, গায়ের রঙ নষ্ট হয়ে যায়। আমাদের জাত শত্রু তেলাপোকা, খুব জ্বালাতন করে। দীর্ঘদিন ডিউটি দিতে দিতে একসময় আমাদের দেহ ভেঙে যায়। আমাদের তখন বাইরে ছুড়ে ফেলে দেওয়া হয়। মানুষ বন্ধুদের সেই সময় খুব মনে পড়ে। কত স্মৃতি আমাদের একত্রে পথচলায়। আমরা বুঝি এইটাই তো নিয়তি। তাই কর্মক্ষম অবস্থায় যতটা সময় ভ্রমণে থাকা যায় ততটা সময় আমরা জীবনকে উপভোগ করি। ছুটে চলাতেই আমাদের আনন্দ।

 

সর্বশেষ খবর