সোমবার, ২৭ জুলাই, ২০১৫ ০০:০০ টা
পাঠকের লেখা

লুঙ্গি নিয়ে গবেষণা

রুহুল আমীন ভুইয়া

লুঙ্গি নিয়ে গবেষণা

লুঙ্গি খুবই উপকারী, আরামদায়ক, বিচিত্র এবং বিপজ্জনক পোশাক। লুঙ্গিতে কোনো চেইন কিংবা হুক নেই। এতে কোনো ইলাস্টিকও নেই। লুঙ্গি পরার জন্য কোনো বেল্ট লাগে না। এক বিশেষ ধরনের গিট্টু দিয়ে লুঙ্গি পরতে হয়। যদি কোনো লুঙ্গিতে চেইন কিংবা হুক থাকে তবে সেটা আসল লুঙ্গি নয়। তাই কেনার সময় এই দিকটাতে খেয়াল রাখতে হবে। গঠনশৈলীর সরলতার দিক দিয়ে লুঙ্গির অবস্থান শীর্ষে। তাই অনেকে শুরুর দিকে লুঙ্গি পরে যথাস্থানে রাখতে ব্যর্থ হয়। লুঙ্গি পরিধানকারীকে অবশ্যই লুঙ্গি যথাস্থানে রাখতে হবে। লুঙ্গিকে কাছা মেরেও পরা যায়। তখন সেটা গিট্টুওয়ালা হাফপ্যান্টের ন্যায় কাজ করে। লুঙ্গি নিয়ে ড্যান্সও তৈরি হয়ে গেছে। একে লুঙ্গি ড্যান্স বলে। তবে লুঙ্গি ড্যান্স দেওয়ার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে। অসতর্ক হলে ড্যান্স চলবে ঠিকই কিন্তু লুঙ্গি থাকবে না। লুঙ্গি একটি সিলিন্ডার কিংবা পাইপ আকৃতির পোশাক। মেয়েদের স্কার্টের সঙ্গে সাদৃশ্য থাকায় একে ছেলেদের স্কার্টও বলা যায়। লুঙ্গি ও স্কার্টের পার্থক্য হলো, লুঙ্গি আগাগোড়াই সমান ব্যাসার্ধের হয় কিন্তু স্কার্টের আগাগোড়া সমান ব্যাসার্ধের না। যারা লুঙ্গি পরায় অভ্যস্ত না তারা লুঙ্গি পরলে অবশ্যই ব্যাকআপ রাখতে হবে (সাবধানের মাইর নাই)। লুঙ্গিতে বাড়তি কিছু ফিচার যুক্ত করতে পারলে এটি হয়ে উঠবে আরও আকর্ষণীয় ও নিরাপদ পোশাক। এই যেমন স্মার্টফোন কিংবা মানিব্যাগ রাখার জন্য পকেট। তাহলে আপনি গার্লফ্রেন্ডের সঙ্গে ডেটিংয়েও লুঙ্গি পরে যেতে পারবেন। লুঙ্গিতে বেল্ট লাগাতে পারলে তা আরও নিরাপদ হবে। তাই লুঙ্গিতে বেল্ট লাগানোর জন্য লুপ রাখা যেতে পারে। প্রযুক্তির উৎকর্ষতায় অনেক অসাধ্যই সাধন হয়েছে। তাই আমরা আশা করতেই পারি অদূর ভবিষ্যতে লুঙ্গিতে পাসওয়ার্ডের ব্যবহার হবে। তখন পাসওয়ার্ড ছাড়া লুঙ্গি খুলবেই না (পাসওয়ার্ড ভুলে গেলে কিংবা হ্যাক হয়ে গেলে আমারে ধইরেন না। আমরা চাই অতিসত্বর এন্ড্রয়েড চালিত লুঙ্গি আসুক। জয় হোক লুঙ্গির, গরমে আরামের সঙ্গী।

 

-রামারপোল, বরিশাল

 

সর্বশেষ খবর