প্যাচাল এক।
স্বামী : এক সপ্তাহে পিয়াজের দাম ৩০ থেকে ৭০ টাকা কেজি হয়ে গেল।
স্ত্রী : তাই তো বলি পিয়াজের বাজারে গেলে তোমার প্রেসার বাড়ে কেন।প্যাচাল দুই।
প্রথম ব্যক্তি : জানিস, পিয়াজের দাম এখন আকাশছোঁয়া।
দ্বিতীয় ব্যক্তি : এটাই তো আকাশছোঁয়ার সুবর্ণ সুযোগ।
প্যাচাল তিন।
ব্যক্তি : জ্যোতিষী ভাই পিয়াজের দাম আকাশছোঁয়া, এ থেকে রেহাই পাওয়ার কোনো উপায় আছে?
জ্যোতিষী : আছে, বিয়ে কর। পিয়াজের ঝাঁজে যেমন চোখে পানি আসে, বউয়ের ঝাঁজেও তেমনি চোখে পানি আসে। ব্যস, মাইনাসে মাইনাসে প্লাস।
- মো. মাঈন উদ্দিন
বীররামপুর চরপাড়া, ত্রিশাল ময়মনসিংহ।