শিরোনাম
সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

কত অজানারে...

সামিউল আজিজ সিয়াম

কত অজানারে...

►  রং চায়ে কোনো প্রকার রং দেওয়া হয় না।

►  কাঠঠোকরা কখনো কাঠ না, গাছ ঠোকায়।

►  কলিং বেলের সাহায্যে কখনোই কাউকে কল দেওয়া যায় না, কদবেলের সঙ্গেও এর কোনো সম্পর্ক নেই।

►  হ্যান্ড-সাম ছেলেদের সাম বা কয়েকটি নয়, হ্যান্ড দুইটাই থাকে।

►  সুতা কাবাব দিয়ে কোনো কাঁথা সেলাই করা যায় না, ‘জালি’ কাবাব দিয়ে মাছ ধরা গেছে বলেও শোনা যায়নি।

►  পোস্ট মাস্টার যে ফেসবুকে ভালো পোস্ট দেওয়ার ব্যাপারে মাস্টার হবেন, এমন কোনো নিশ্চয়তা নেই।

►  স্ক্রু ড্রাইভার কোনো ধরনের গাড়িই চালাতে পারেন না!

►  ককপিটের সঙ্গে হলিউডের নায়ক ব্র্যাড পিটের কোনো সম্পর্ক নেই।

►  দশ, বিশ, পঞ্চাশ, একশ এবং এমনকি পাঁচশ কিংবা এক হাজার টাকার নোট পড়েও কেউ কখনো পরীক্ষায় পাস করতে পারেনি।

►  লম্বাটে লিফটগুলোকে ক্যাপসুল লিফট বলা হলেও গোল লিফটকে ট্যাবলেট লিফট বলার কোনো নিয়ম নেই।

►  মানুষ ভিজে গেলে সেটাকে কাকভেজা বলা গেলেও কাক ভিজে গেলে সেটা কখনো মানুষভেজা হয় না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর