শিরোনাম
সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

শীত আসছে

শরীফ বিল্লাহ

শীত আসছে

এতদিন গরমের চোটে গায়ে একটি গেঞ্জিও রাখতে পারতেন না। এখন আপনি গেঞ্জি তো রাখছেনই পারলে আপনার যত জামাকাপড় আছে সব একসঙ্গে গায়ে দেন। ঠিক তখনই বুঝবেন শীত আসছে।

গরমের চোটে যেসব জামাকাপড় বাইরে ফেলে দিয়েছেন সেসব জামাকাপড় এখন আপনি বাটিচালান দিয়ে খুঁজছেন। খুঁজতে খুঁজতে পায়ের নাটবল্টু এক করে ফেলেছেন কয়েকটা। বুঝবেন শীত আসছে। ‘দেইখ্যা লন ৩০ টাকা, বাইচ্ছ্যা লন ৪০ টাকা’ জাতীয় দোকানগুলোতে ভিড় লেগে আছে। আপনিও তার আশপাশ দিয়ে ঘুরছেন। আর এমনভাবে ঘুরছেন কয়েক হালি কিনে ফেলবেন বলে রিস্ক নিয়ে ফেলেছেন। বুঝবেন শীত আসছে। এতদিন ধরে যে কাঁথাগুলো ছেঁড়া অবস্থায় পড়ে ছিল এখন দেখছেন সেগুলো কড়া করে তালি মারা হচ্ছে। তালি মারতে মারতে কাঁথার মানচিত্রই বদলে ফেলা হয়েছে। আপনার চিনতেই মুশকিল হচ্ছে। বুঝবেন শীত আসছে। আপনি এতদিন বোতাম খুলে ভাব নিয়ে চলতেন। এখন বোতাম তো মারছেনই পাশাপাশি পকেটে হাত ঢুকিয়ে জড়োসড়ো হয়ে চলছেন। বুঝবেন শীত আসছে। আপনি এতদিন সিলিং ফ্যান হাই স্ফিডে চালাতেন। ফ্যানের বাতাস না খেলে আপনার ঘুমই আসত না। এখন ঘুমাতে গেলে ফ্যান তো চালান-ই না পারলে ফ্যান খুলে সের মাপা বিক্রি করে কটকটি খান। বুঝবেন শীত আসছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর