শিরোনাম
সোমবার, ৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

মশা বিশেষজ্ঞের মুখোমুখি

মশা বিশেষজ্ঞের মুখোমুখি

: মশা কী?

: এটা একটি সংক্ষিপ্ত রূপ, যার পূর্ণ নাম হচ্ছে- ম তে মহান ও শা তে শাগরেদ।

: কীভাবে?

: আপনি যতই তাকে তাড়াতে চান না কেন সে মৃত্যু ছাড়া আপনার সঙ্গ ত্যাগ করবে না।

: মশা গুনগুনিয়ে কী করে?

: মস্কিটাইল ল্যাংগুয়েজে পপ গান গায়।

: মশা কেন গান গায়?

:  সে ক্ষুধার্ত হলেও সে সংগীতপ্রেমী!

: মশাকে আমরা কতটুকু ভয় পাই?

: বাঘের থেকেও বেশি। কারণ বাঘকে খাঁচায় বন্দী করি কিন্তু মশার ভয়ে

আমরাই মশারি নামক খাঁচায় বন্দী হই।

: মশা আমাদের রক্ত খায় কেন?

: তার এইডসের ভয় নেই তাই।

: মশা কি আমাদের কোনো উপকার করে?

:  হ্যাঁ অবশ্যই। ধরুন, পরীক্ষার্থীরা যখন রাতে পড়তে পড়তে

ঘুমাক্রান্ত হয় মশা তখন তাদের জাগিয়ে তোলে, পড়তে সাহায্য করে। : মশার কাছে কিছু শেখার আছে কি?

: তাদের কাছ থেকে আমরা ধৈর্য ধারণ শিখতে পারি। দেখুন না তারা এক ফোঁটা রক্ত অন্বেষণে কত প্রচেষ্টাই না করে, তবুও ধৈর্য হারায় না।

-খান শরীফ জিনান

ভ‚গোল ও পরিবেশ বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর