সোমবার, ৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

মশার কামড় থেকে বাঁচার দুটি অবৈজ্ঞানিক পদ্ধতি

মশার কামড় থেকে বাঁচার দুটি অবৈজ্ঞানিক পদ্ধতি

এখনকার মশারা আরও বেশি শক্তিশালী। তাই তাদের হুল থেকে বাঁচার জন্য দুটি অবৈজ্ঞানিক পরামর্শ দেওয়া হলো। পরামর্শগুলো একদম ফ্রি।

১. কয়েল প্রত্যাহার- মশা রক্তের গন্ধ পেলেই ছুটে আসবে এটাই স্বাভাবিক। কিন্তু ইদানীং কয়েলের ব্যবহার এতই বেড়ে গেছে যে রক্তের গন্ধই পাওয়া যায় না।  তাই রক্তের পরিবর্তে কয়েলের গন্ধ পেয়ে ছুটে আসে ওরা। সুতরাং কয়েকদিন কয়েলের ব্যবহার বন্ধ করে দিন। এতে কিছুদিন হলেও মশাদের ফাঁকি দেওয়া যাবে।

২. মশারি টানানো বন্ধ করুন- দীর্ঘদিনের অভিজ্ঞতায় মশারা বুঝে গেছে মশারির ভিতরে ঢুকতে পারলেই রক্ত খাওয়া  যাবে। কারণ মশারা এখন বুঝতে শিখেছে, যেখানে মশারি টানান আছে, সেখানে মানুষ আছে। তাই মশারি টানানো কিছুদিনের জন্য বন্ধ রাখুন।  এতে করে অন্তত কিছুদিন মশাদের ফাঁকি দেওয়া যেতে পারে।

সতর্কতা : আপনার চালাকি মশারা যে কোনো সময় ধরে ফেলতে পারে।

-আবু জাকারিয়া

সর্বশেষ খবর