সোমবার, ৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

হাসুন

একদিন এক মশা বল্টুকে কামড়াল।

বল্টু : এই দিনের বেলায়ও কামড়ানো লাগবে?

মশা : কী করমু সাহেব। আমি গরিব মশা। বাবা হসপিটালে ভর্তি। বোনের বিয়ে ঠিক হইছে কিন্তু পাত্রপক্ষ এক ব্যাগ রক্ত

যৌতুক চাইছে। সেই জন্য ওভারটাইম করতাছি।

 

একটা মশা একটা মাছিকে বিয়ে করল। বাসর রাতে মশা বাইরে বসে আছে দেখে আরেক মশা এসে তাকে বলল, কিরে তুই এত রাতে বাইরে কেন?

: কী করব বল। তোর ভাবি তো কয়েল জ্বালিয়ে শুয়ে আছে!

 

শিক্ষক : পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই।

ছাত্র : স্যার, আছে।

শিক্ষক : কী আছে?

ছাত্র : মশা আপনার গায়ে বসে কামড় দিতে পারে। আপনি কি  মশার গায়ে বসে কামড় দিতে পারবেন?

শিক্ষক : কয়েক প্রকার মশার পরিচয় দাও।

ছাত্র :  যে মশা গায়ে বসা মাত্রই কামড়ায় তাকে রাক্ষস মশা বলে। যে মশা দিনের বেলায় কামড়ায় তাকে সন্ত্রাসী মশা বলে। যে মশা সুযোগ পেলেই কামড়ায় তাকে সুযোগসন্ধানী মশা বলে। যে মশা কানের কাছে এসে গান গায় তাকে গায়ক মশা বলে। যে মশাকে থাপ্পড় দিলে ফাঁক দিয়ে চলে যায় তাকে গোল­াছুট মশা বলে। যে মশা মশারির ভিতর ঢুকে কামড়ায় তাকে মূর্খ মশা বলে। যে মশা রক্ত খেয়ে উড়তে পারে না তাকে পেটুক মশা বলে। কামড় দিয়া রক্ত খাইতে খাইতে মারা যায় যে মশা সেটা হলো আত্মঘাতী মশা। যে মশা গালে কামড় দেয় তাকে প্রেমিক

মশা বলে...

শিক্ষক : থাম, থাম...

-সাইফ আবদুল্লাহ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর