সোমবার, ৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

মশার উপকারী দিক

► টিভি দেখতে দেখতে অনেক সময় ঘুম এসে যায়। এতে মজার কোনো নাটক, টকশো বা সিনেমা মিস হয়ে যেতে পারে। কিন্তু হঠাৎ মশার কামড় আপনার এই ঘুম দূর করবে।

► মশার কামড়ে আপনি যদি লাফ দেন তাহলে প্রমাণ হলো যে আপনি এখনো জীবিত আছেন।

► সারা দিন ঝগড়ার পর রাতে শোবার আগে আপনার স্ত্রী যদি মশারিটা টাঙ্গিয়ে দেয় তাহলে বুঝতে পারবেন আপনার প্রতি আপনার স্ত্রীর ভালোবাসা এখনো কিঞ্চিৎ হলেও আছে।

► মশা আপনার কপালে, গায়ে কামড় দিলে স্বভাবতই লালচে হয়ে যায়, যা আপনার প্রেমিক বা প্রেমিকার কাছ থেকে অতিরিক্ত ভালোবাসার কারণ হতে পারে।

► আপনি এতটাই অলস যে জিহ্বা নাড়ানোর ভয়ে খেতেও চান না। ব্যায়াম তো দূরের কথা। মশা কামড় দিলে আপনি বাধ্য হন লাফ দিতে। এতে আপনার পায়ের ব্যায়াম হয়। আর মশা মারতে হলে বিদ্যুৎ বেগে থাপ্পড় দিতে হয় এতে আপনার হাতেরও ব্যায়াম হয়।

-মো. মাঈন উদ্দিন, নজরুল বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর