সোমবার, ৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

বিচিত্র মশা

বিচিত্র মশা

♦ অলস মশা : এক প্রজাতির মশা আছে রক্ত খেতে খেতে ঢোল হয়ে যায় তবু গায়ের ওপর বসেই থাকে। সহজে থাপ্পড় দিয়ে মারা যায়। এরাই অলস মশা।

♦ বিটলা মশা : এরা পার্কের আনাচে কানাচে বাস করে। সচরাচর কামড়ায় না। প্রেমিক-প্রেমিকা যখন নিবিড় ভাবে প্রেম আদান প্রদান করতে যায় তখনই কামরায়। এদের রক্ত খাওয়ার চেয়ে মানুষকে ডিস্টার্ব করতেই বেশি দেখা যায়।

♦ প্রেমিক মশা : এরা মানুষের রক্ত খায় ও কিছু মশা প্রেমিকার উপহারস্বরূপ নিয়ে যায়।

♦ প্রেমিকা মশা : এ ক্যাটাগরির মশা চার-পাঁচজন বান্ধবীসহ বয়ফ্রেন্ডকে নিয়ে মানুষের রক্ত খেতে আসে।                

-অলীক খান

ডেমরা, ঢাকা

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর