সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সোনার দাম কমতে কমতে...

রাফিউজ্জামান সিফাত

সোনার দাম কমতে কমতে...

চিপসের প্যাকেটে, লজেন্সে : আজকাল চিপসের প্যাকেট অর্ধেক বাতাস ভরা থাকলেও অদূরভবিষ্যতে  সোনার দাম কমতে কমতে এমন অবস্থায় চলে আসবে যে, প্যাকেটে বাতাসের পরিবর্তে ভরে দেওয়া হবে সোনার গুঁড়া। মানুষ প্যাকেট খুলে সোনার গুঁড়া ফেলে দিয়ে চিপস খাবে। আবার অনেক সময় দেখা যায়, এক টাকা ভাংতি না থাকলে দোকানদার হাতে লজেন্স ধরিয়ে দেয়। সোনার দাম কমে যেতে যেতে হয়তো তখন লজেন্সের পরিবর্তে সোনার বার ধরিয়ে দেওয়া হবে। 

 

সোনার বিস্কুট : দুই দিন পরপর শোনা যায়, বিমানবন্দরে সোনার বিস্কুট আটক। সোনার দাম কমে গেলে আর অবৈধ পথে সোনার বিস্কুট চোরাচালান হবে না। ফলে অপরাধের সংখ্যা কমে যাবে। তা ছাড়া সোনার বিস্কুট এলাকার কনফেকশনারির দোকানে সাধারণ বিস্কুটের সঙ্গে বিক্রি হবে। বাসায় মেহমান এলে দৌড়ে দুই প্যাকেট সোনার বিস্কুট কিনে এনে মেহমানদের সামনে চা-বিস্কুট চানাচুর হিসেবে পরিবেশন করা হবে। 

 

ফেসবুক লাইকের পরিবর্তে : ফেসবুক লাইক আর  সোনার দাম একসময় সমানভাবে সস্তা হয়ে যেতে পারে। কারণে-অকারণে দেদার ফেসবুকে লাইক বিলানোর মতো সোনা বিলানো হবে। এমনও হতে পারে ফেসবুক লাইকের পরিবর্তে একটি করে সোনার  চেইন  প্রতি ফেসবুক পোস্টে বিলানোর ব্যবস্থা হবে। এতে অবশ্য ফেসবুক সুন্দরী মেয়েদের সুবিধা হবে। তাদের প্রোফাইল পিকচারে জমতে শুরু করবে ভ‚রিভ‚রি সোনার চেইন। ফেসবুক সেলিব্রেটিদের তখন চলবে রমরমা মৌসুম। সোনার চেইন হিসাব করে কে কত বড় সেলিব্রেটি তা পরিমাপ করা হবে।   

 

বিয়েতে সোনার ব্যবহার : বিয়েতে ছেলেপক্ষ মেয়েপক্ষকে কত ভরি সোনা দিয়েছে তা নিয়ে কানাঘুষা আবহমান বাংলার বৈশিষ্ট্য। সোনা কম দিলে চলে মন কষাকষি, বেশি দিলে হয় আলোচনার ক্ষেত্র। সোনার দাম কমে গেলে বিয়েতে সোনা না দেওয়াটাই হবে প্রশংসনীয় স্টাইল। কে কত ভরি সোনার গহনা সেট পরে এসেছে তা নিয়েও আন্টিদের ভিতর গোপন কথা চলবে না।

 

নিরাপত্তা : সোনা লুকিয়ে রাখতে অনেকে শক্ত আলমারি কিংবা ব্যাংকের ভল্ট ব্যবহার করেন। সোনার দাম যে হারে কমছে তাতে সামনে চোরের ভয়ে সোনা লুকিয়ে রাখার প্রয়োজন পড়বে না। উল্টো চুরির সঙ্গে সোনার কোনো আইটেম চলে গেলে চোর কুরিয়ার করে হয়তো ফেরত দিয়ে দেবে। তা ছাড়া কমে যাবে রাস্তাঘাটে সোনা ছিনতাইয়ের ঘটনা। স্বাধীনভাবে গা-ভর্তি গহনা পরলে কেউ ফিরেও তাকাবে না। 

 

চাকার পরিবর্তে সোনা : অনেক প্রেমিক পুরুষ আজও প্রেমপত্রে বিশ্বাসী। তারা ইটের চাকায় প্রেমপত্র বেঁধে ছুড়ে দেয় প্রেমিকার রুমে। হয়তো অদূরভবিষ্যতে ইটের চাকায় নয়, সোনার চাকায় প্রেমপত্র বেঁধে প্রেমিকার জানালা বরাবর ছুড়ে দেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর