সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

অভিনব চাকরির ইন্টারভিউ

রাফিউজ্জামান সিফাত

অভিনব চাকরির ইন্টারভিউ

একটি নামকরা সফটওয়্যার ফার্মে চাকরির ইন্টারভিউ চলছে। চাকরিদাতারাও লিখিত পরীক্ষা এবং সিভি দেখে যুবকের প্রতি সন্তুষ্ট। এখন চাকরি নির্ভর করছে ইন্টারভিউ বোর্ডের ওপর।

 

প্রশ্নকর্তা ১ :  আপনার নিজের সম্পর্কে কিছু বলুন।

যুবক : আমি গত বছর ওমুক বিশ্ববিদ্যালয় থেকে তমুক  রেজাল্ট নিয়ে আমার গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছি। তারপর তিন মাস একটি প্রসিদ্ধ কোম্পানিতে শিক্ষানবিস হিসেবে কাজ করার পর আমার দক্ষতার সুবাদে একটি বিদেশি ফার্মের বাংলাদেশ শাখায় এক বছরের চুক্তিতে কাজ করার সুযোগ পাই। সাফল্যের সঙ্গে কাজ সম্পন্ন করার পর পত্রিকায় এই ফার্মের সার্কুলেশন দেখে  চাকরির জন্য আপ্লাই করেছি। এই ফাইলে আমার  কাজের প্রশংসাপত্র যুক্ত করা আছে।

প্রশ্নকর্তা ২ :  সিভিতে দেখতে পারছি আপনার কাজের পরিধি ব্যাপক, বিস্তৃত। নতুন সব টপিকস নিয়েই আপনি কাজ করেছেন।

যুবক : জি স্যার, আমি সবসময় আপডেট থাকতে চেষ্টা করি। প্রতিনিয়ত আমি শিখছি, আমার জানার আগ্রহ ব্যাপক।

প্রশ্নকর্তা ৩ : আপনি লিখিত পরীক্ষায়ও সর্বোচ্চ নম্বর পেয়েছেন। সেখানে কিছু কৌশলী প্রশ্ন ছিল। আমরা দেখতে চেয়েছিলাম কে কীভাবে সেগুলো সমাধান করে, তার ভিতরে আপনার সমাধান আমাদের সবচেয়ে পছন্দ হয়েছে।

যুবক : ধন্যবাদ, স্যার।

প্রশ্নকর্তা ২ : আপনি কি আপনার করা পূর্বের কোনো প্রজেক্ট আমাদের দেখাতে পারবেন?

যুবক : নিশ্চয়ই, স্যার। আমি সঙ্গে করে আমার কিছু প্রজেক্টের স্যাম্পল কপি নিয়ে এসেছি। এখানে এই ফাইলে সমস্ত ধারাবিবরণী দেওয়া রয়েছে।

(প্রশ্নকারীরা সব প্রতিবেদন বেশ কিছুক্ষণ যাচাই-বাছাই করে সন্তুষ্ট হলো। তাদের মুখে হাসি ফুটছে)

প্রশ্নকর্তা ৩ : আপনাকে এখন আমরা একটি প্রবলেম দিচ্ছি। আপনি এখন তার সমাধান  দেবেন।

(যুবক কয়েক মিনিটেই সমস্যাটির সমাধান বের করে ফেলল। তার উত্তর সঠিক।

 প্রশ্নকারীদের মুখ আরও উজ্জ্বল হয়ে গেল।

তারা এমন কাউকেই তাদের ফার্মের জন্য খুঁজছেন।)

প্রশ্নকর্তা ১ : আপনার একাডেমিক রেজাল্টও খুব ভালো। সবকিছু বিবেচনায় আপনি যোগ্য। এখন আমাদের শেষ জটিল প্রশ্ন। এ উত্তরের ওপর ভিত্তি করে আমরা এখনই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেব।

(চাকরি প্রত্যাশী যুবক উত্তেজনায় কাঁপছে, চাকরিটি তার হয়েই যাচ্ছে তবে!) 

প্রশ্নকর্তা ১ : আচ্ছা, আপনি কি এই শীতে বিয়ে করছেন?

যুবক : না। এই শীতেও ব্যাচেলর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর