সোমবার, ৪ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা
পাঠকের লেখা

নির্বাচনের আগে ও পরে

নির্বাচনের আগে : ভাই/চাচা/দাদা কেমন আছেন? আমার বাবা বলেছিলেন, আপনারা সবাই নাকি সম্পর্কে আমার আত্মার আত্মীয় লাগেন। তাছাড়া এই এলাকার প্রত্যেক নাগরিককে আমি আমার পরিবারের লোকজনের মতো মনে করি...

নির্বাচনের পরে : এই এলাকায় আমার কোনো আত্মীয়স্বজন নেই বললেই চলে। কারণ আমার স্ত্রী-সন্তান সবাই শহরের বাসায় থাকেন।

নির্বাচনের আগে : তুমি কেমন আছো বাবা? ভালো তো? বাসার সবাই ভালো। আমার দিকে একটু সুনজর রাইখো।

নির্বাচনের পরে : এই ছেলে তোমার বাড়ি কোথায়? এই এলাকায় থাক নাকি?

— মাহবুবুর রশিদ, কানাইঘাট, সিলেট

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর