সোমবার, ২৯ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

এশিয়া কাপ ও আপনি

এশিয়া কাপ ও আপনি

চলছে এশিয়া কাপ। এই উন্মাদনা সামলাতে কিছু গাইডলাইন থাকলে মন্দ হয় না। আপনি কী করবেন সেটাই সরাসরি জানাচ্ছেন— সোহানুর রহমান অনন্ত

 

ক্যামেরাম্যানের মন জয় : যেহেতু ক্যামেরাম্যান সুন্দরী মেয়েদের বেশি দেখায়, তাই আপনার প্রথম লক্ষ্য হতে পারে সুন্দরী মেয়েদের কাছাকাছি বসা। যেন আপনার চেহারাটাও টিভিতে দেখাতে পারেন। আর বন্ধুদের সঙ্গে চাপা মারতে পারেন— আপনার স্মার্টনেস দেখেই ক্যামেরাম্যান আসলে ক্যামেরা তাক করেছিলেন আপনার দিকে। 

 

একটু পর পর স্ট্যাটাস দিন : আপনি খেলার মাঠে আছেন সেটা তো পাবলিককে বোঝাতে হবে ভাই। একটু পরপরই স্ট্যাটাস আর সেলফি আপলোড করুন। দরকার হলে আগে থেকেই স্ট্যাটাস লিখে রাখুন। যেহেতু চার-ছয় একটু পরপরই হচ্ছে সুতরাং লেখার তো টাইম-ই পাইবেন না। এর ফলে একদিকে যেমন আপনার মেয়ে ফলোয়ার বেড়ে যাবে। অন্যদিকে সবাই মনে করবে আপনি বিশুদ্ধ ক্রিকেটপ্রেমী।

 

বাঘ সেজে যান : আমাদের প্রিয় টিমকে সাপোর্ট করতে টাইগার সেজে যান, এতে ডাবল লাভ। আপনি হয়তো অফিস থেকে মিথ্যা বলে আগে বের হয়েছেন। সেক্ষেত্রে বাঘ সেজে গেলে অফিসের বস, বউ, গার্লফ্রেন্ড সবাই আঁতেল হয়ে যাবে। উল্টো দিকে ক্যামেরা আপনার দিকে ধরলেও কেউ চিনবে না।

একাধিক মেরি মি কার্ড নিয়ে যান : আপনি যেহেতু টাইগারদের রিয়েল সাপোর্টার, তাই দলকে যেতাতে, বিপক্ষ দলের ব্যাটসম্যানরা মাঠে নামলেই তাদের উদ্দেশে মেরি মি কার্ড ধরুন। ব্যাস! ব্যাটসম্যানরা সেই দিকে তাকাতে গিয়ে আউট হয়ে যাবে। ফিল্ডিং এর সময় ক্যাচ উঠলে তাই করুন, ক্যাচ মিস করবে। আর বাংলাদেশও জিতে যাবে সহজে।

 

বউয়ের কানে হেডফোন লাগান : আপনি হয়তো খেলা দেখার সময় একাধিকবার চিল্লাপাল্লা করেন। তাই আপনার উচিত ঘুমানোর সময় বউয়ের কানে হেডফোন লাগিয়ে রাখা। কেননা ঘুমের মধ্যে আপনি যদি ছয় ছয় বলে চিত্কার দিয়ে ওঠেন তাহলে মাঝরাতে রিমোটের বাড়ি খেয়ে মাথায় বড় সাইজের একটা আলু হতে পারে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর