সোমবার, ৭ মার্চ, ২০১৬ ০০:০০ টা

মশা সামলানোর টিপস

মশা সামলানোর টিপস

আপনি হয়তো মশা থেকে বাঁচার জন্য উপায় খুঁজছেন। কিন্তু আপনি কোনো পথ খুঁজে পাচ্ছেন না। চিন্তা নেই আজ আপনি জানতে পারবেন কীভাবে মশা থেকে বেঁচে থাকা যায়।

চলুন তাহলে জেনে নেয়া যাক কি কি করা যেতে পারে। জানাচ্ছেন —ইয়াছিন খন্দকার লোভা

এক.

বুদ্ধিমান মশা থেকে আমাদের নিজেকে বাঁচাতে হলে নিজেদেরও বুদ্ধির প্রয়োজন থাকা দরকার। প্রথমত মাটি খুঁড়ে মাটির ভিতরেই ঘর তৈরি করে নিতে পারি। যেখানে মশা চোখে চশমা লাগিয়েও আমাদের কিছুতেই খুঁজে পাবে না।

দুই.

গ্রীষ্মপ্রধান দেশগুলোতে মশাদের খুব একটা দেখা মেলে না। কারণ একে তো গ্রীষ্মকালে গরম আর গরম অন্যদিকে শীতকালে প্রচণ্ড ঠাণ্ডা। তাছাড়া আরব দেশগুলোর চারদিকে সাগরের পানি হওয়াতে মশাদের কোথাও বসার স্থান হয়ে উঠে না। আবার আরব দেশে প্রচণ্ড শীতকালেই আকাশে মেঘের ডাক দিয়ে খুব ঝড় হয়। আর তখন ঝড়ের কবলে পড়ে মশা মাছি সব কিছুই বিলীন হয়ে যায়। বলছিলাম মশার কামড় খাওয়া থেকে এবং মশার উৎপাত থেকে যাদের খুব বেশি অসুবিধা হচ্ছে তারা মশা থেকে বাঁচার উপায় খুঁজতে বিদেশে পাড়ি জমাতে পারেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর