সোমবার, ২৮ মার্চ, ২০১৬ ০০:০০ টা

উক্তির আধুনিক জবাব

ইফতেখার হোসাইন রোমেল

উক্তির আধুনিক জবাব

►  “প্রহর শেষের আলোয় রাঙ্গা,

সেদিন চৈত্র মাস,

তোমার চোখেই দেখেছিলেম

আমার সর্বনাশ!”

— পরে বুঝেছি, ওটা আসলে কনট্যাক্ট লেন্স ছিল!

 

►  “পথিক, তুমি পথ হারাইয়াছো...”

— মোবাইলে গুগল ম্যাপ আছে।

 

►  “আমারে নিবা মাঝি লগে?”

— রিজার্ভ না লোকাল?

 

►  “হাজার বছর ধরে আমি

পথ হাঁটিতেছি এই পৃথিবীর পথে...”

— ডায়াবেটিস নাকি, দাদা?

 

►  “এ জগতে হায়

সেই বেশি চায়, যার আছে ভূরি ভূরি,

রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি!”

 

— রাজা-রাজড়া নেই আর আজ,

রয়ে গেছে চাঁদাবাজ!

 

►  “স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়?”

—বিবাহ প্রত্যাশী লোকেরা।

►  “এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়,

এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়।”

— সেজন্যই বিয়েটা করে ফেললাম!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর