সোমবার, ১১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

বৈশাখী টিপস

সামনেই পয়লা বৈশাখ। এ দিনে প্রযোজ্য আপনার জন্য দরকারি কিছু টিপস্ নিয়ে গবেষণা করেছেন— সোহানুর রহমান অনন্ত

বৈশাখী টিপস

ভাব বাড়াতে : বৈশাখে পান্তা-ইলিশ খাবেন আর ভাব দেখাবেন না তা কি হয়। বাজার থেকে যদি বড় সাইজের একটা ইলিশ কিনেই ফেলেন তাহলে তো এক্সট্রা কিছু আপনাকে করতেই হবে।

গলার মালা কিনুন, তারপর সেটা ইলিশের গলায় পরিয়ে দিন। চাইলে ব্যান্ড পার্টি ভাড়া করতে পারেন। ব্যস যেদিক দিয়ে যাবেন সেখান দিয়ে আলামত সৃষ্টি হয়ে যাবে যে আপনি ইলিশ কেনার সাহস দেখিয়েছেন। এটা করতে পারলে এলাকায় আপনার ভাব বেড়ে যাবে।

বিয়ে করতে পারেন : পয়সা বাঁচাতে চাইলে বৈশাখেই বিয়ে করে ফেলুন। সবাইকে পোলাও মাংসের বদলে পান্তা দিয়ে খাওয়াতে পারবেন। সেই সঙ্গে উপহার হিসেবে ইলিশ তো পাবেনই। সুতরাং এখনই সময় বিয়ে করার। পুরো দেশ আপনার বিয়ে উদযাপন করবে।

কৃপণ হলে যা করবেন : আপনি যদি বিশুদ্ধ কৃপণ হন তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো, ঘরের সামনে বড় একটা সাইনবোর্ড টানিয়ে দিতে হবে যে, এ ঘরের সবাই অ্যালার্জি রোগী, সুতরাং আমরা ইলিশ বর্জন করেছি। দেখবেন কোন আত্মীয় বা প্রতিবেশী আর ইলিশে ভাগ বসাতে আসবে না। ডু ফুর্তি। এবার ইলিশ খান।

ইভেন্ট খুলতে পারেন : যেহেতু এখন ফেসবুকে ইভেন্ট খোলা পান্তা ভাতের মতোই হয়ে গেছে তাই আপনি ফেসবুকপ্রেমী হলে একটা ইভেন্ট খুলে ফেলুন। ইলিশ খাওয়ার পর কার কি প্রতিক্রিয়া, কার ডায়রিয়া হলো, কে চুলকাইতে চুলকাইতে আহত হলো।  কে পান্তার দাম শুনে জ্ঞান হারালো ইত্যাদি সব আপডেট সেখানে থাকতে পারে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর