♦ বড়লোকেরা পান্তা কি জিনিস এটা জীবনেও জানত না।
♦ দুইশ টাকার ইলিশ দুই হাজারে কেনা লাগত না।
♦ “একদিন বাঙালি ছিলামরে” কিংবা “মেলায় যাইরে” টাইপের গান গাইতে হতো না।♦ পান্তার সঙ্গে পোড়া মরিচ আর সারা দিন বাইরের খোলা খাবার খেয়ে স্যালাইনের জন্য দোকানে দোকানে দৌড়াতে হতো না।
♦ প্রেমিকারা মেলায় যাওয়ার জন্য তাদের প্রেমিকদের কাছে বায়না ধরত না।
♦ ম্যাচিং করে লাল-সাদা পোশাক পরার প্রয়োজন হতো না।
♦ আজ উৎসবের দিনে ভাড়া দশ ট্যাকা বাড়ায় দেন— রিকশাওয়ালাদের মুখে এমন আবদার শুনতে হতো না।
♦ ‘পয়লা বৈশাখে ইলিশ না খেয়ে রুই/পুঁটি/বোয়াল কিংবা পাঙ্গাশ খাব’—
ফেসবুকে এই টাইপের ইভেন্ট খোলা হতো না।
♦ হালখাতার উৎসবে গিয়ে ফ্রিতে মিষ্টি খাওয়ার সুযোগ মিলত না।
♦ ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কাউকে সেলফি তুলতে দেখা যেত না।
♦ ক্যালেন্ডারে আজ বাংলা সনের কত তারিখ এটা অনেকেরই জানা হতো না।