♦
স্বামী-স্ত্রীর মধ্যে ফোনে কথা হচ্ছে।
স্ত্রী : (ধমকের স্বরে) কোথায় তুমি?স্বামী : প্রিয়তমা, তোমার কি সেই জুয়েলারির দোকানটার কথা মনে আছে, যে দোকানের একটা গয়নার সেট তুমি পছন্দ করেছিলে এবং বলছিলে, ‘ইশ! যদি এটা কিনতে পারতাম?’
স্ত্রী : (গদগদ স্বরে) হ্যাঁ প্রিয়তম, মনে আছে!
স্বামী : আমি সেই জুয়েলারির দোকানের ঠিক পাশের দোকানে বসে চা খাচ্ছি।
♦
২১২ জন যাত্রী নিয়ে জেট বিমানটি ৩৫ হাজার ফুট উপরে। হঠাৎ বিমানের পাইলট অট্টহাসি হাসতে লাগল। মাইক্রোফোনে সে হাসি শোনা গেল। দ্রুত ককপিটে গিয়ে একজন যাত্রী জানতে চাইল, এমনভাবে কেন হাসছেন, ক্যাপ্টেন?
: আমি ভাবছি, সবাই কী ভাববে, যখন পাগলা গারদের ডাক্তার, নার্স, পাহারাদাররা টের পাবে যে আমি পালিয়ে এসেছি। হা হা হা।
♦
এক পকেটমারের সঙ্গে জেলখানায় দেখা করতে গেছে অন্য এক পকেটমার বন্ধু।
দর্শনার্থী বন্ধু : বন্ধু, তুমি কোনো চিন্তা করো না। আজ সকালেই আমি উকিলের সঙ্গে দেখা করে এসেছি। উকিলকে নগদ ২০ হাজার টাকাও দিয়ে এসেছি।
কয়েদি বন্ধু : উকিল কী করলেন? টাকাগুলো পকেটে রেখে দিলেন?
দর্শনাথী বন্ধু : হু। অন্তত ওনার তা-ই ধারণা।