সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

স্বামী হইতে সাবধান!

স্বামী হইতে সাবধান!

অভ্যাসের দাস হয়ে কিছু না কিছু বিষয় মানুষের নামের সঙ্গে একেবারে লেপ্টে যায়। কিছু নির্দিষ্ট পেশাজীবীর স্ত্রী হলে কিছু সমস্যার মুখোমুখি হতে হয়! স্ত্রীদের হয়ে সেগুলো জানাচ্ছেন—এস আর শানু খান

 

গাড়ির ড্রাইভার হলে

রাতে ঘুমের ঘোরে যদি দেখে সামনে একটি গাড়ি বা হঠাৎ একটি মোড়। হাতের কনুই এর আঘাতে  স্ত্রীর দাঁত বেডে পড়ে যেতে পারে।

গাড়ির সুপারভাইজার হলে

এনাদের বউ হলে রাতে ঘুমোনোর আগে টাকা নিয়ে ঘুমোতে হয়। দেখা গেল ঘুমের ঘোরে বলে বসল—‘কোথায় যাবেন কাকি? ভাড়াটা দেন।’

গাড়ির হেলপার হলে

গভীর রাতে দেখা গেল বলা শুরু করল ‘এই লাবেন, লাবেন’। না বুঝে যদি আপনি বেড থেকে নেমে যান। তাহলে এমন হতে পারে সারা রাতে যদি আর কেউ গাড়িতে না উঠে দাঁড়িয়ে কেটে যেতে পারে পুরা রাতটা।

মুদি দোকানদার হলে

মাঝরাতে ঘুমের ঘোরে বলে উঠতে পারে, কতটুকু নিবেন? এক নম্বরে নাকি দুই নম্বর কোনটা?

চায়ের দোকানদার হলে

কেমন লাগবে কড়া নাকি হালকা?

হাতুড়ে ডাক্তারের স্ত্রী হলে

কদিন হয়েছে। এর আগে কি কখনো হয়েছে? নাকি এবারই প্রথম? কয়বার হয়েছে? এখন কেমন লাগছে?

শিক্ষকের স্ত্রী হলে

ঘুমের ঘোরে দেখা গেল বলল ‘কান    ধরে উঠ বস কর’।

কবি সাহিত্যিকের স্ত্রী হলে

ছদ্মনাম শুনতে শুনতে নিজের আসল নামটা নিজেই ভুলে যেতে পারেন। মধুর বাণী শুনতে শুনতে আবার মধুচাকও হয়ে যেতে পারেন।

এখন হয়তো বলতে পারেন তাহলে কাকে বিয়ে করবেন? দেখে শুনে কোনো এক নাপিতকে বিয়ে করবেন। তাহলে খুব আদর পাবেন। মানুষকে আদর করতে তারা খুব  অভ্যস্ত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর