সোমবার, ৯ মে, ২০১৬ ০০:০০ টা
পাঠকের লেখা

গরমে হঠাৎ আক্ষেপের জ্বালা

গরমে হঠাৎ আক্ষেপের জ্বালা

ঘটনা ১ : গরমে আপনি কোনো ভিড় বাসে বাদুড়ের মতো ঝুলে ঝুলে যাচ্ছেন, হঠাৎ দেখলেন বাসের পাশে একটা লোক প্রাইভেট কারে মুখ হাঁ করে ঘুমাচ্ছে। হঠাৎ বুকের মধ্যে আক্ষেপের আগুনটা দপ করে জ্বলে উঠবেই।

ঘটনা ২ : প্রচণ্ড রোদে আপনি রিকশা ভাড়া বাঁচাতে কোথাও হেঁটে  হেঁটে যাচ্ছেন। হঠাৎ রাস্তার পাশে একটা চাইনিজ হোটেলে কাউকে ঠাণ্ডা পানীয়ের বোতলে গলা ভেজাতে  দেখছেন কলিজার মধ্যে আক্ষেপটা কামড় দিয়ে ওঠে।

ঘটনা ৩ : ধরুন মাস শেষে বেতনের টাকা নিতে ব্যাংকে গেলেন। হঠাৎ ব্যাংকে এসিরুমে ঢুকতেই একটা ভালোলাগা ছুঁয়ে গেল আপনাকে। সব কাজ শেষ। এবার বের হতেই হবে, আর বের হলেই গরম আপনাকে আগের চেয়ে বেশি ভোল্টেজে পোড়াবে। তখন ব্যাংকের ম্যানেজারকে কাচঘেরা এসিরুমে দেখলেই বুকের বামপাশে চিনচিনে আক্ষেপের ব্যথা অনুভূত হয়।

ঘটনা ৪ : কাঠফাটা রোদে পুড়ে বাসায় ফিরলেন, সিলিংফ্যানের নিচে শরীরটাকে এলিয়ে দিলেন, হঠাৎ বিদ্যুৎ চলে গেল। তখন এ আক্ষেপের আর কোনো সীমা থাকে না।

ঘটনা ৫ : ছুটির দিন। ঘরে বসে টিভি দেখছেন।

সিলিংফ্যান দিয়ে আর চলছে না অথচ এমন সময় একটা এসির বিজ্ঞাপন  দেখাচ্ছে, তখন আপনার আক্ষেপ আর কে দেখে!

ঘটনা ৬ : বাসায় অনেক ডাব গাছ আছে, চিন্তা করলেন ছুটির দিনে সবগুলো পেড়ে তৃষ্ণা মেটাবেন। কিন্তু এদিন রাতেই সব ডাব চুরি হয়ে  গেল। আক্ষেপ কাকে বলে? তখন তা বোঝা যায়।

— রজত পাল

জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়

সর্বশেষ খবর