সোমবার, ৯ মে, ২০১৬ ০০:০০ টা

বেশি গরম পড়ার পেছনে অবৈজ্ঞানিক কারণ

বেশি গরম পড়ার পেছনে অবৈজ্ঞানিক কারণ

► সূর্য ও চাঁদের মধ্যে ঝগড়া হয়েছে এবং তাদের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে যে, কে কত বেশি তাপ ছড়াতে পারে। তাই সূর্য এত বেশি করে তাপ ছড়াচ্ছে এবং এ জন্য এরকম গরম পড়েছে।

 

► পেট্রল, ডিজেল, অকটেন, কেরোসিন, ফার্নেস তেল ইত্যাদি সব  তেলের দাম কমেছে। সবকিছুর দাম কমে গেলে  বেশি ভালো দেখায় না, তাই এসব তেলের মানসম্মান রক্ষার জন্য গরম কমেনি বরং দিন দিন বাড়ছে।

— সুদিপ্ত কুমার নাগ

পুলিশ লাইন পূর্ব গোলি, খুলনা

সর্বশেষ খবর