সোমবার, ২৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা

অচল বাগধারার সচল ব্যবহার

অগ্নিপরীক্ষা

অচল বাগধারার সচল ব্যবহার

কঠিন পরীক্ষা, ইউনিভার্সিটির সাপ্লিমেন্টারি পরীক্ষায় অবতীর্ণ হওয়া ক্লাসের সবচেয়ে দুর্বল ছাত্রটি

 

উড়ুনচণ্ডী : বিয়ের পর বা বিয়ের আগে বউয়ের সুন্দরী ছোটবোন তথা শালী সম্প্রদায়ের মন রক্ষার্থে হবু বরের প্রচেষ্টা।

 

উজানে কৈ : প্রশ্নফাঁসের যুগে এসএসসি পরীক্ষাতে অপাত্রে গোল্ডেন জিপিএ-৫ লাভ

 

দিনকে রাত করা : ইশপের গল্পের সেই মিথ্যাবাদী রাখাল বালক

 

হাড়ে দূর্বা গজানো : কনকনে শীতের সকালে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকা অবস্থায় কোনো কারণে ঘুম ভেঙে যাওয়া!

 

ছেলের হাতের মোয়া : বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানো।

গায়ে কাঁটা দেওয়া : বৈশাখ এলেই ইলিশের দাম! যেন জ্বলন্ত কয়লায় হাত দেওয়া!

 

গোল্লায় যাওয়া : অল্প বয়সেই মাদকসেবী ক্লাসের সবচেয়ে প্রিয়ভাজন অন্তর্মুখী সহপাঠী

আষাঢ়ে গল্প : কোনো নির্দিষ্ট জায়গায় লক্ষাধিক লোকের জনসমাগমে পাতি নেতার সত্য ভাষণ

"

অতি লোভে তাঁতি নষ্ট : ছোটবেলায় পড়া ঈশপের গল্পের সেই সোনার ডিমপাড়া হাঁসের পালনকর্তা

 

চিনির পুতুল : দূর-দূরান্তের রুটজার্নিতে খেয়ালখুশিমতো ভাড়া হাঁকানো স্বেচ্ছাচারী সিএনজি ড্রাইভার।

 

এসপার ওসপার : দুই বন্ধুর মধ্যে ব্যক্তিগত শত্রুতা এবং রেষারেষির মধ্যস্থতা করতে আসা কোনো তৃতীয় ব্যক্তি।

 

দুকান কাটা : মেয়েদের স্কুল-কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলের সামনে অপেক্ষারত উঠতি রোমিওয়ের দল

 

— অর্পণ দাশগুপ্ত

(স্নাতক)- কৃষি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর