সোমবার, ৮ মে, ২০১৭ ০০:০০ টা

‘এ প্লাস প্রকল্প’ মাটি হয়ে যেতে পারে না

— আলিম আল রাজি

‘এ প্লাস প্রকল্প’ মাটি হয়ে যেতে পারে না

এবার এ প্লাস কমে যাওয়ায় আমি খুবই উদ্বিগ্ন। চোখের সামনে ‘এ প্লাস প্রকল্প’ এভাবে মাটি হয়ে যেতে পারে না। এ প্লাস বিপর্যয় থেকে উত্তরণের জন্য প্রয়োজনে প্রতিটি স্কুলে প্রযুক্তি শিক্ষা জোরদার করতে হবে। প্রচুর ফেসবুক চালাতে হবে। প্রতিটি সাবজেক্টের জন্য ফেসবুকে আলাদা আলাদা অ্যাকাউন্ট খোলা যেতে পারে। পরীক্ষার আগের রাতে ইন্টারনেটের স্পিড বাড়াতে হবে। যারা বলেন, ফেসবুক, গেম খেলার কারণে রেজাল্ট খারাপ হচ্ছে, তাদের বড় কথা বলার দিন শেষ। বড়দের বড় বড় কথা ছেড়ে ছোট কথা বলতে হবে— এখন বড় কথায় আর চিড়া ভিজবে না।

সর্বশেষ খবর