শিরোনাম
সোমবার, ৮ মে, ২০১৭ ০০:০০ টা

মার্ক জুকারবার্গও এসএসসিতে এ প্লাস পাননি

— কাসাফাদ্দৌজা নোমান

এ বছর সব মিলিয়ে খারাপ রেজাল্ট হয়েছে। এর পেছনে কারণ কিন্তু একটাই— ঠিক মতো তথ্য বা প্রশ্ন  ফেসবুকে পাওয়া যাচ্ছে না। ইন্টারনেট স্পিড কম থাকাতেও রেজাল্টে প্রভাব পড়েছে। এ প্লাস কমে যাওয়ায় আমি উদ্বিগ্ন না। এ প্লাসের মতো ইলিশও কিন্তু কমে যাচ্ছে। কিন্তু ইলিশ মাছের কেজি প্রতি দাম শুনলে অবশ্য উদ্বিগ্ন হয়ে যাই। এ প্লাস কমেছে তো কী হয়েছে? এ প্লাস তো গাছের পাতা না। এ প্লাস হচ্ছে বন্যার পানির মতো। চাইলেই ঠেকিয়ে দেওয়া যায়। তবে কুমিল্লায় এ প্লাস বেশি কমছে কারণ তারা তাদের বিভাগের নাম নিয়ে নানা ধরনের টেনশন আছে। তা ছাড়া কুমিল্লার নামে ‘কু’ বাদ দিয়ে ‘সুমিল্লা’ করলে তারা আবার এ প্লাসের ধারায় ফিরে আসবে।

যারা এ প্লাস পায়নি তারা ভালো জায়গায় ভর্তি হতে পারবে না।   পড়াশোনা ছেড়ে তারা ফেসবুকে বেশি সময় দেবে। অ্যাকটিভ ফ্রেন্ড বলে তাদের স্ট্যাটাসে লাইক বাড়বে। তারা লাইক সেলিব্রেটি হয়ে যাবে। সবচেয়ে বড় কথা, এই যে ফেসবুক যিনি প্রতিষ্ঠা করেছেন, মার্ক জুকারবার্গ  তিনি নিজেও তো এসএসসি পরীক্ষাতে এ প্লাস পাননি! বিল গেটসও তাই।

সর্বশেষ খবর