সোমবার, ১৫ মে, ২০১৭ ০০:০০ টা

ইচ্ছা হলে হাসুন

ইচ্ছা হলে হাসুন

ট্রেনের দুই সহযাত্রীর মধ্যে কথা হচ্ছে—

প্রথম যাত্রী : আপনি একটি বাইনোকুলার গলায় ঝুলিয়ে রেখেছেন। অথচ একবারও দেখলাম না, আপনি বাইনোকুলার দিয়ে বাইরে দূরের কোনো দৃশ্য দেখছেন। তাহলে সঙ্গে এটা আনলেন কেন?

 

দ্বিতীয় যাত্রী: আহ্! এটা দূরের দৃশ্য দেখার জন্য আনিনি। ছুটি কাটাতে যার বাড়ি যাচ্ছি, তাকে দেখার জন্য এনেছি।

 

প্রথম যাত্রী : কেন?

 

দ্বিতীয় যাত্রী : কারণ, তিনি আমার দূরসম্পর্কের আত্মীয়!

 

 

ঘুম থেকে উঠে স্বামী বললেন, ‘আজকের সকালটা অনেক সুন্দর!’

পরদিনও একই কথা, ‘চমৎকার একটা সকাল আজ!’

এবং তার পরদিনও, ‘কী সুন্দর সকাল!’

 

বিরক্ত স্ত্রী জিজ্ঞেস করলেন, ‘প্রতিদিন তোতাপাখির মতো এই বুলি আওড়ানোর অর্থ কী?’

স্বামী বেচারা বললেন, ‘কেন, মনে নেই সেদিন বলেছিলে, ‘একটা সুন্দর সকালে যেদিকে দুচোখ যায়, চলে যাব!’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর