সোমবার, ২২ মে, ২০১৭ ০০:০০ টা

গরম কত প্রকার ও কী কী

ইকবাল খন্দকার

গরম কত প্রকার ও কী কী

কার্টুন : কাওছার মাহমুদ হ আইডিয়া ও ডায়ালগ : তানভীর আহমেদ

আমার কাছে এক টাকার কয়েকটা কয়েন আছে। এই কয়েনগুলো যেহেতু বুক পকেটে রেখেছি, তাই দুপুরের ঠা-ঠা রোদে এগুলো গরম হয়ে আমার পকেটটাকে গরম করে ফেলে...

 

রাস্তায় আমার এক বড়ভাইয়ের সঙ্গে দেখা। তার চোখ-মুখ কুচকানো দেখেই আমি বুঝে গেলাম কোনো কারণে তিনি প্রচণ্ড বিরক্ত। ক্ষিপ্তও হয়ে থাকতে পারেন। আমি কারণ জানতে চাইলাম। বড়ভাই বললেন, আরে আর বলিস না। পকেট গরম থাকার কারণে খুব যন্ত্রণায় আছি। আমি অবাক হয়ে বললাম, প্রতিটা মানুষ চায় তার পকেট সবসময় গরম থাকুক। কারণ, পকেট গরম মানেই হচ্ছে পকেট ভর্তি টাকা। অথচ আপনি কিনা পকেট গরম থাকার কারণে যন্ত্রণায় আছেন। এমন আজগুবি কথা জীবনেও শুনিনি। বড়ভাই বললেন, জীবনে না শুনলেও এখন শোন। আমার কাছে এমনিতে কোনো টাকা নেই। এক টাকার কয়েকটা কয়েন আছে। আর এই কয়েনগুলো যেহেতু বুক পকেটে রেখেছি, তাই দুপুরের ঠা-ঠা রোদে এগুলো গরম হয়ে আমার পকেটটাকে এমন গরম করে ফেলেছে যে, মনে হচ্ছে আমি চায়ের গরম কেটলি পকেটে নিয়ে ঘুরছি। জি পাঠক, যেহেতু এখন সূর্য মন প্রাণ উজাড় করে উত্তাপ ঢালছে, অতএব গরম বাড়বে এটাই স্বাভাবিক। তবে বাজারের যে গরম, এই গরমের সঙ্গে কিন্তু সূর্যের উত্তাপের কোনো সম্পর্ক নেই। তবু বাজার সারা বছরই গরম থাকে। একদল ব্যবসায়ী আছেন যারা সুযোগ পেলেই জিনিসপত্রের দাম দ্বিগুণ তিনগুণ করে ফেলেন। এমনই এক সুযোগসন্ধানী ব্যবসায়ীকে সেদিন জিজ্ঞেস করলাম, আপনাদের কারণে বাজার গরম হয়। কেন অকারণে জিনিসের দাম বাড়ান বলেন তো? ব্যবসায়ী বললেন, কিছু লোক আছে, যারা বাপ দাদাকে সম্মান করে না। কিন্তু আমরা এই সম্মানটা করি। আমি তার কথার আগামাথা বুঝতে না পেরে হাঁ করে তাকিয়ে রইলাম। ব্যবসায়ী আমার অবস্থা বুঝতে পেরে বললেন, কী কইলাম বুঝলেন না? আমার বাপ দাদাও ব্যবসায়ী ছিল তো। চাহিদা বাড়ছে— এমুন আভাস পাইলেই তারা জিনিসপত্রের দাম বাড়াইতো, তাই আমিও বাড়াই।  আমার এক ছোট ভাই বলল, এমনিতেই এখন হাতে টাকা পয়সা নেই, আরও পড়েছে যাচ্ছেতাই গরম। এই গরমের কারণে মান সম্মান মাঠে মারা যাওয়ার দশা। আমি বললাম, হাতে টাকা পয়সা না থাকার সাথে গরমের সম্পর্ক কী? আর মান সম্মানই বা মাঠে মারা যাবে কেন? ছোটভাই বলল, আর বলবেন না। হাতে এখন টাকা পয়সা না থাকায় কম দামে কয়েকটা শার্ট আর টি-শার্ট কিনেছিলাম। কিন্তু যা-তা রকম গরম পড়ার কারণে এত বেশি ঘামি যে, এই ঘামের কারণে কম দামি এইসব কাপড় থেকে রং উঠে মাখামাখি অবস্থা। মান সম্মান আর টেকানো গেল না ভাই!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর