সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
পাঠকের লেখা

কখন বুঝবেন আপনার অনেক উন্নতি হয়েছে

কখন বুঝবেন আপনার অনেক উন্নতি হয়েছে

►  দূরের বন্ধুরা যখন আপনার খোঁজখবর নিতে ব্যতিব্যস্ত থাকবে।

►  পাত্তা না দেওয়া আঙ্কেল বলা মেয়েটি যখন আপনাকে কোনো সম্বোধন ছাড়া ডাকতে স্বাচ্ছন্দ্যবোধ করবে।

►  বাকি চাহিয়া লজ্জা দেবেন না লেখা থাকিলেও দোকানদাররা যখন আপনাকে নগদে বিক্রয় করতেই লজ্জা পাবে।

►  বিভিন্ন সভা-সেমিনারের প্রধান অথবা বিশেষ অতিথির আসনটা যখন আপনার জন্য বরাদ্দ থাকবে।

►  যে কোনো ভোটের আগে যখন আপনার দাম বেশি বলে প্রতীয়মান হবে।

►  ঘরের বউ যখন আগের চেয়ে অনেক বেশি বেশি কথা বলবে।

►  নিজের উপকারে আসা মানুষটিকে যখন চিনতে কষ্ট হবে।

►  রাস্তাঘাটে নিজে ময়লা-আবর্জনা ফেললেও পরবর্তীতে তা দেখে যখন বলবেন, ‘এই দেশে কি মানুষ বাস করে’?

►  নিচুতলার মানুষের সঙ্গে যে উপরতলার মানুষের বিস্তর ফারাক তা বুঝতে যখন কারও সাহায্য সহযোগিতা লাগবে না।

— সোহেল রানা,

ঘোষপাড়া, মেহেরপুর।

সর্বশেষ খবর