শিরোনাম
সোমবার, ৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
তিনি বলেছেন...

ক্রিকেটার হলে শুধু চার-ছক্কা মারতাম

— কর্ণিয়া, কণ্ঠশিল্পী

ক্রিকেটার হলে শুধু চার-ছক্কা মারতাম

শুরুতেই যাহা বলতে চান?

— শুরুতেই কিছু বলতে চাই না। যা বলার শেষে গিয়ে বলবো।

 

লাক ভেলকি গান গেয়েছেন। ভেলকি মারতে কেমন লাগে?

— ভেলকি মারতে ভালো লাগে বলেই  তো লাক ভেলকি গান গেয়েছি।

 

ভেলকি মারতে কি গুণ থাকা দরকার?

— ভেলকির যে কোর্স আছে সেটা শেষ করা দরকার।

 

মশাদের গান শুনতে কেমন লাগে?

— আমিতো মশাদেরকেই গান  শোনাই।

 

যে প্রশ্নটি আমার জন্য প্রযোজ্য নয়

— আপনি বক্সিংয়ে কয়টি গোল্ড মেডেল পেয়েছেন?

 

যানজটে পড়লে কী করেন?

— দৌড়ানোর সুযোগ পাই। গাড়ি থেকে নেমেই দৌড়ানো শুরু করি।

 

ঢাকা নগরীর জলাবদ্ধতাতে কি কখনো বের হয়েছেন?

— মাঝে মধ্যেই সুযোগ হয়। আর একবার বের হয়েছিলাম একটু নৌকা ভ্রমণের জন্য। যে পথ দিয়ে গাড়ি নিয়ে চলি। সে পথে নৌকা নিয়ে চলার মজাই আলাদা!

 

আপনার সম্পর্কে গুজব আছে আপনি নাকি বন্ধুদের ধারের টাকা মেরে খেয়েছেন?

— বন্ধুদের ধারের টাকা আর বাবার পকেট মেরে দিয়েছি। বিশ্বাস করে বললাম আপনারা কাউকে কথাটি বলবেন না কিন্তু!

 

আপনার কোনো ভক্ত রাস্তায় টাকা ধার চাইলে কী করবেন?

— আমি কণ্ঠশিল্পী নই বলে নিজেকে অস্বীকার করবো। তবুও যদি ধার দেওয়া থেকে রক্ষা পাই!

 

গায়িকা না হলে যা হতেন?

— ক্রিকেটার হতাম। ব্যাটে বলে ছক্কা-চার মারতাম।

 

গায়িকা সুন্দরী এবং মডেল হবার সুবিধা কি?

— বাড়তি খরচ কম লাগে !

 

না চাহিলে যারে পাওয়া যায়?

— না চাহিলে কোনো কিছুই পাওয়া সম্ভব নয়!

 

আপনার এমন গুণ আছে যা আপনার ভক্তরা জানেন না?

— আমি স্টেজে দর্শক মাতাতে পছন্দ করি।

 

স্বপ্নে দেখলাম

— ট্রাম্পের হাত থেকে বেস্ট কণ্ঠশিল্পীর পুরস্কার নিচ্ছি!

 

সবশেষে যা বলতে চান, বলে ফেলুন

— আসুন আমরা সবাই মিলে এই বর্ষায় একটি করে ছাতা গিফট করি। আপনারা আমায় দিয়ে শুরু করতে পারেন।

 

লিখেছেন— ফরিদুল ইসলাম নির্জন

সর্বশেষ খবর