সোমবার, ৬ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
১০০% ভুয়া খবরের নিশ্চয়তা নিয়ে রকমারি রম্যের খবরপাতা

গণপরিবহনে মোবাইলে গেমস খেলুড়েদের ভোগান্তি

রম্য প্রতিবেদক

গণপরিবহনে মোবাইলে গেমস খেলুড়েদের ভোগান্তি

রাজধানীর গণপরিবহন নিয়ে অভিযোগের শেষ নেই। কেউ বলেন সিট ভাঙা, কেউ বলেন ফ্যান নেই। কেউ কেউ আবার বেশি ভাড়া আদায়ের কথাও বলেন। কিন্তু গত কয়েকবছরে গণপরিবহনে মোবাইল গেমসে ভিডিও গেম খেলা যাত্রীদের ভোগান্তির কথা কেউ বলেন না। পাশের যাত্রীর পেটে গুঁতো মারতে মারতে মোবাইলে গেম খেলা এই যাত্রীদের জন্য বাসে নেই কোনো সুব্যবস্থা। ছেলে-বুড়ো নানা বয়সী যাত্রীদের এই ভোগান্তি কবে শেষ হবে তা কেউ জানে না।

 রকমারি রম্যের বিশেষ খবরপাতায় লিখেছেন— ইকবাল খন্দকার ও তানভীর আহমেদ

 

সর্বশেষ খবর