সোমবার, ৬ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
পাঠকের লেখা

ঘুষ চলে না যেখানে

ঘুষ চলে না যেখানে

ঘুম

ঘুম ও বিশ্রাম একই সুতায় গাঁথা, নয়নেরই অঙ্গ যেমন নয়নেরই পাতা। ঘুম ছাড়া পুরা জীবনটাই অচল। গাড়ি, ট্রেন বিমান আসা যাওয়ার নির্দিষ্ট টাইম থাকলেও ঘুম আসার কিন্তু কোনো টাইম টেবিল নেই। ঘুম বোঝে না কোনো জনসভা কিংবা কোনো মহাসমাবেশ। সবখানেই ঘুমের অবাধ চলাচল লক্ষ্য করা যায়। এই ঘুমে যদি কাউকে একবার পাকড়াও করেই বসে তাহলে যেখানে ঘুমের হাত থেকে বাঁচার জন্য কোনো হুমকি-ধমকি তো কোনো কাজেই আসে না। তারপরও বড় মাপের ঘুষ ও কাজ দেয় না।

শীত

কথায় আছে মাঘের শীত বাঘের গায়। যে যত বড় পালোয়ানই হোক না কেন শীতের কাছে কোনো রক্ষা নাই। পাগল হোক আর ছাগল হোক, শীতের সময় গরম কাপড় ছাড়া আর কোনো উপায় লাইন নেই। শীত ঘুষ, ভয়-ভীতি বোঝে না।

প্রেম

কাউকে ভাালা লাগা বা ভালোবাসা নিজে থেকেই জন্ম নেয়। আপনার মন শুধু তারই কথা ভাবে। আপনার হূদয়ের আয়নাতে শুধু তারই ছবি ভাসে। থাকতে পারে নানা ভেদাভেদ। নিজেকে যখন শত চেষ্টা করেও ওই পথ থেকে ফিরিয়ে আনতে পারছেন না। যতই ঘুষ দেওয়া হোক, কে ছাড়বে প্রেমের পথ?

— এস আর শানু খান

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর