সোমবার, ২২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ঢাকায় লোকাল বাসের দৃশ্যাবলি

মাহবুব নাহিদ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ঢাকায় লোকাল বাসের দৃশ্যাবলি

► যাত্রী, ‘এ বেডা, সিটিং বাসে দাঁড়াইয়া যাত্রী নিলি ক্যান, এই ভাড়া ৫ টাকা কম।’

► হ্যালো, স্যার এই তো আমি ফার্মগেট এসে পড়ছি খুব জ্যাম... তখনই কন্ডাক্টর, ‘শ্যামলী নামেন, শ্যামলী নামেন।’

► হ্যালো বাবু ফোনটা রাখ তো, আব্বু ফোন করছে। (অন্য কল রিসিভ করেই) হ্যালো বাবু, বল। আব্বুর সঙ্গে কথা বলছিলাম।

► হ্যাঁ, শুনছো। আমি স্যারের সঙ্গে একটা কনফারেন্সে যাচ্ছি। তুমি একটু বাবুকে দুধটা খাইয়ে দাও।

► হ্যালো আমি বাড়িওয়ালা বলছি, আজ রাতেই ভাড়াটা দিতে হবে কিন্তু।

► হ্যালো ভাই, প্লিজ অর্ডারটা নেন। তাহলে আমার টার্গেটটা পূরণ হয়।

► এই ভাই একটু সরে দাঁড়ান তো, একদম গায়ের মধ্যে চলে আসছেন।

► কি ব্যাপার, সিট ছাড়ুন। এটা তো মহিলাদের সিট।

সর্বশেষ খবর