সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

আপনি তখনই অলস...

আপনি তখনই অলস...

►  যখন ফাঁসকৃত প্রশ্ন হাতে পেয়েও পরীক্ষায় গোল্লা পাবেন এমন আশঙ্কায় পরীক্ষার হলে প্রবেশ করেননি তখনই আপনি অলস।

 

►  পেটের ক্ষিদের যন্ত্রণায় ছটফট করছেন। অথচ তিন দিন ধরে না খেয়ে নাক ডেকে ঘুমাচ্ছেন তখনই আপনি মহাঅলস।

 

►  টানা ১৫ দিন গোসল না করেও যখন বডি সেপ্র মেরে বন্ধু মহলে ঘুরতে ইচ্ছে হয় তখনই আপনি অলস।

 

►  ভাত খেয়ে যখন হাত না ধুয়েই বিছানায় শুয়ে পড়েন। আর আপনার অপরিচ্ছন্ন হাত মশা-মাছিরাই চেটেপুটে খায় তখনই বোঝা যাবে আপনি অলস।

 

►  লোকাল বাসে দৌড়ে গিয়ে উঠতে হয়, অথচ আপনি প্যান্ট খুলে যাওয়ার অজুহাত দেখিয়ে কচ্ছপ গতিতে হাঁটছেন। এটাই আপনার অলসতা।

 

লেখা : মাহবুবুর রশিদ, কানাইঘাট, সিলেট

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর