সোমবার, ২৮ মে, ২০১৮ ০০:০০ টা

কথায় কথায় বিশ্বকাপ

কথায় কথায় বিশ্বকাপ

আর কিছুদিন বাদেই ফুটবল বিশ্বকাপ। এরই মধ্যে শুরু হয়ে গেছে ৩২ দলের ভিন্ন ভিন্ন সাপোর্টারদের মধ্যে কাদা ছোড়াছুড়ি। মাঠের খেলায় কেউ কাউকে ছাড় দিলেও কথার লড়াইয়ে একটুও ছাড় দিতে নারাজ। জেনে নেওয়া যাক তাদের কথার লড়াইয়ের চুম্বক অংশ—

 

প্রথম ব্যক্তি : এইবার কাপ ঠিকই ব্রাজিল  নেবে। ওরা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। সুতরাং ওদের দিকেই পাল্লাটা ভারি।

 

দ্বিতীয় ব্যক্তি : পাগল নাকি! এইবার কাপ  নেবে জার্মানি। আর ব্রাজিল তো গত বিশ্বকাপে জার্মানির কাছে ৭-০ গোলে হেরেছে। সুতরাং ব্রাজিল কোথায় আর জার্মানি কোথায়।

 

তৃতীয় ব্যক্তি : ধুর! আর্জেন্টিনার সঙ্গে ব্রাজিল, জার্মানি পাত্তা পায়? আমাদের আছে বিশ্বসেরা সব ফুটবলার। আর সারাবিশ্বে আর্জেন্টিনার সাপোর্টাররাই

বেশি। সুতরাং আমাদের দিকে পাল্লাটা ভারী।

 

প্রথম ব্যক্তি : (তৃতীয়জনকে ব্যঙ্গ করে ) সে তো দেখতেই পারছি। গত ৩২ বছরে আর্জেন্টিনা ৫ বার কাপ নিছে!

 

তৃতীয় ব্যক্তি : (প্রথম ব্যক্তিকে) আমাদের দেখে তোদের শেখা উচিৎ। আমরা কাপ নিতে না পারলেও ধৈর্যহারা হইনি। বরং প্রতিবছর নতুন উদ্যমে খেলে গেছি। যা দেখে অনেকেই অনুপ্রাণিত হবে। হাল ছাড়বে না।

লেখা : সা’দ সাইফ, যশোর

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর