সোমবার, ১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

কথায় কাজে অমিল

কথায় কাজে অমিল

♦  বাসে উঠার আগে কন্ডাক্টর কথা দিয়েছিল, উঠেন, বাসে সিট আছে। কথা পুরো মিথ্যা না। আসলে সিট আছে কিন্তু খালি নেই।

♦  কন্ডাক্টর কথা দেয় পরের স্টেশনে গেলেই সিট খালি হবে। কিন্তু পরের স্টেশনে আরও লোক ওঠে। আরও ভিড় বাড়ে।

♦  গার্লফ্রেন্ড কথা দেয় কখনো ছেড়ে যাবে না, সব সময় পাশে থাকবে। সে অবশ্য থাকে, তবে পাশের বাড়ির বউ হয়ে।

♦   পটানোর আগে ছেলেরা বলে, তোমাকে পেলে আকাশের চাঁদ হাতে এনে দেব! তোমাকে পাওয়ার পর কাচের চুড়ি এনে দিতেই ঘাম ছুটে যায়।

♦   ছেলেরা বলে, আমরা ফ্রেন্ড হয়েই থাকব। মেয়েরা বলে ‘জাস্ট ফ্রেন্ড’ হয়ে থাকবে। পরে দেখা যায়, গার্লফ্রেন্ডের চেয়েও বেশি কিছু।

♦  বন্ধুরা কথা দেয় পরীক্ষার হলে খাতা খুলে সব প্রশ্নের উত্তর দেখাবে। কিন্তু পরীক্ষা শুরুর পর তিন ঘণ্টা ঘাড়ই ঘুরায় না।

 লেখা : মাহবুব নাহিদ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর