সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
পাঠকের লেখা

লবণ কড়চা

মাহবুব নাহিদ

লবণ কড়চা

লবণ সমুদ্রের পানি থেকে আগত উপাদান। যা অতিরিক্ত খেলে নাকি রক্ত পানি হয়ে যায়- এই ভয় ছোটবেলা থেকেই আছে অনেকের। আজকাল পিয়াজ আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছিল। হঠাৎ গুজবে পড়ে, সবার নুন আনতেও পান্তা ফুরিয়ে যাওয়ার দশা। সবাই বলছে চিলে কান নিয়ে গেছে। তাই কানে হাত দিয়ে কান ঠিক আছে দেখার পরও বিশ্বাস হচ্ছে না। কারণ গুজব আমাদের কাছে আসল জব বলে মনে হয়। আর টেক্সটবুকের কথা বিশ্বাস না হলেও ফেসবুকের কথা না বিশ্বাস করে উপায় নেই। ফেসবুকই আসল বুক। তাই এই নিজের বুক না সামলে ফেসবুক সামলাতে ব্যস্ত আমরা। গুজবকারীদের স্লোগান, ‘সব বুকের বড় বুক আমার ফেসবুক’। লবণ ছাড়া তরকারি চিনি ছাড়া চায়ের মতো। লবণ না খেলে বুদ্ধি বাড়ে না। আমরা যেভাবে যে হারে বুদ্ধি হারাচ্ছি তাতে আমাদের লবণ খুবই প্রয়োজন। গুজবের ঠেলায়, এখন ঘরে ঘরে লবণ। কেউ কেউ বাড়িকেই বানিয়েছেন লবণের গোডাউন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর