সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

একটি পিয়াজের আত্মকাহিনি

তানজিনুর সাফি ইথুন

একটি পিয়াজের আত্মকাহিনি

আমি পিয়াজ। আমি একটি মসলা। আমি রান্নাঘরে শোভা পাই। আমার কদর সবার কাছে সমান। আমাকে ছাড়া তরকারি রান্না করার কথা চিন্তা করা আজকাল কঠিন। অথচ একটা সময় ছিল, যখন কেউ আমার তেমন দাম দিত না। আমাকে একটু ভালোবেসে খাওয়ার অপরাধে কতশত প্রেমিকের তার প্রেমিকার কাছে অপমানিত হতে হয়েছে! আমার গন্ধ নাকি তাদের সহ্য হয় না!  আজ বাংলাদেশে আমি সেলিব্রেটি। আমাকে কেনার জন্য কত মানুষ লাইন ধরে দাঁড়িয়ে থাকে। টিভি, রেডিও, ফেসবুক সবখানে আমাকে নিয়ে আলোচনা। আমাকে বিয়ে বাড়িতে গিফট হিসেবে দেওয়া হচ্ছে। আত্মীয়স্বজনের বাড়িতে মিষ্টির বদলে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। এতদিন আমাকে কাটতে কাঁদতে হয়েছে ঝাঁজে। এখন কাঁদতে হচ্ছে দামে। সেদিন এক মাঝির গান শুনলাম। মাঝি গাইছে-

‘সব সখিরে পার করিতে নেব আনা আনা

তোমার বেলায় নেব সখি, পিয়াজ দুই খানা... সখি গো ও...’

আমার জীবন সার্থক। আহ!

- রাজশাহী কলেজ

সর্বশেষ খবর