সোমবার, ১৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

এ সময়ে গোসল ও প্রবাদবাক্য

মাহবুব নাহিদ

এ সময়ে গোসল ও প্রবাদবাক্য

এক। ঘ্রাণই অর্ধভোজন : যেহেতু ঘ্রাণ অর্ধভোজন সেহেতু হাত-পা ধুয়ে নেওয়াই অর্ধেক গোসল। দুইবার হাত-পা ধুয়ে নিলে গোসল কমপ্লিট।

দুই। স্পর্শেই অনুভূতি : কোনো কিছুকে স্পর্শ্ব করলেই তার অনুভূতি অবলোকন করা যায়। তাই গোসলের পানিকে স্পর্শ্ব করে সেরে ফেলা যায় গোসল।

তিন। নীরবতাই সম্মতির লক্ষণ :  গোসলখানায় গিয়ে গোসলের পানিকে জিজ্ঞেস করা যায়, ‘আমি গোসল না করলেও কি গোসল করা হবে?’ নিশ্চিত সে নীরব থাকবে। আর নীরবতাই তো সম্মতির লক্ষণ। তার মানে  গোসল শেষ!

চার। ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ্-সাগর অতল। বিন্দু বিন্দু জলে যদি সাগর সৃষ্টি হয় তবে বিন্দু বিন্দু জল গায়ে দিলে গোসল কেন  হবে না?

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর