সোমবার, ৫ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

এই বিবাহবেলায়

রাফিউজ্জামান সিফাত

যেদিকে তাকাই শুধু দেখি বিয়ে হচ্ছে। এত বিয়ে কে করছে, কাকে কে করছে কোনো কূলকিনারা পাই না। অথচ ফেসবুক খুললেই বিয়ে আর বিয়ে। বিয়ের মৌসুম চলছে যেন। যাদের বিয়ে হচ্ছে না মানে এখনো ব্যাচেলর তারা পড়েছেন ফাটা বাঁশের চিপায়। এ সময় ব্যাচেলররা কে কী করছেন আসুন জেনে নিই-

 

 

♦ বাড়ির ছোট ছেলে : ছোট ছেলে পরিবারের সবচেয়ে কাজের, কিন্তু পাত্তা না পাওয়া মানুষটি। বাড়িতে বিয়ের আলাপ চলাকালীন আগত  অতিথিদের দরজা খুলে দেওয়া থেকে শুরু করে আপ্যায়নদারির কাজটা সম্পাদন করে বেড়ায়। পাড়ার দোকান থেকে চানাচুর, বিস্কুট, কোল্ড ড্রিংকস, রান্নার মসলা আনা-নেওয়া করতে করতেই ওদের যৌবন পেরিয়ে যায়। ‘এই ছোটু, একটা সিএনজি ডেকে নিয়ে আস’ -শুনতে ওরা অভ্যস্ত।      

 

♦ কনগ্রেচুলেশন গ্রুপ : ফেসবুকে ফ্রেন্ডের চেয়ে বিবাহিত দম্পতির সংখ্যা বেশি। প্রতি ঘণ্টায় কয়েকশ ছবি আপলোডের মাধ্যমে ভার্চুয়াল জীবনে নবদম্পতি নিজেদের বৈবাহিক সম্পর্ক পাকাপোক্ত করে। সেসব ছবির কমেন্ট বক্সে ‘কনগ্রেচুলেশন, দুজনকে খুব মানিয়েছে’, লিখতে লিখতে ব্যাচেলরদের সব মেগাবাইট শেষ হয়ে যায়।

 

♦  ইনবক্সে আসুন : কেউ কেউ অন্যের বিয়েকে পুঁজি করে নিজেদের ব্যবসায়িক সুবিধাও আদায় করে নেয়। নতুন দম্পতিদের বিয়ের এক লাখ ছবি তুলে দেওয়া, নতুন সংসার সাজাতে প্রয়োজনীয় হাঁড়ি-পাতিল সরবরাহ, হানিমুন প্ল্যান সরবরাহে ওরা সিদ্ধহস্ত। সদ্য বিবাহিতদের রোমান্টিক ছবির নিচে ওরা কমেন্ট করে বসে, ‘কক্সবাজারে দুই রাত তিন দিন স্পেশাল হানিমুন প্যাকেজ পেতে এখনই ইনবক্সে আসুন।’ 

 

♦ হা-হুতাশ গ্রুপ : বিবাহ বিষয়ে ওরা সর্বদা হতাশায় ভোগে। নবদম্পতিদের আংটি বদলের ছবি থেকে, কাবিন, বিয়ে, বউভাত, প্রি হানিমুন, হানিমুন, পোস্ট হানিমুন ইত্যাদি সব ছবিতে ওদের একমাত্র কমেন্ট, ‘ইস! আমার কবে হবে!’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর